সমীরণ পাল, ব্যারাকপুর : রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। এই অবস্থায় এবার করোনার থাবা ব্যারাকপুর কমিশনারেটে। মোট সংক্রমিত ১৪৩ জন।
সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে। সংক্রমিত ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। করোনা আক্রান্ত হয়েছেন কমিশনারেটের এক এসিপি ও আক্রান্তদের মধ্যে আছেন ৭ জন আইসি।
এদিকে ব্যারাকপুরেও এবার করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রশাসনের। রাস্তায় মাস্ক না পরে বেরোলেই পুরসভার কিয়স্কে নিয়ে গিয়ে Rapid টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। টেস্ট পজিটিভ হলেই সরাসরি পাঠিয়ে দেওয়া হবে পুরসভার সেফ হোমে। আজ পুলিশ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৮টি পুর এলাকায় সোম-বৃহস্পতি বাজার-দোকান বন্ধ থাকবে। এই দুই দিন প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে।
আর পড়ুন ; করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে ১ দিনে আক্রান্ত ২২ হাজার পার, মৃত্যু ২৩ জনের
চিন্তা বাড়িয়ে পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা (Coronavirus) আক্রান্ত অনেকটাই বৃদ্ধি পায় গতকাল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার করে যায়। রাজ্যে একদিনে সংক্রমিত হন ২২ হাজার ১৫৫জন। করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৩জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় (North 24 Paragana) একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত হন, ৮জনের মৃত্যু হয়। হাওড়ায় (Howrah) একদিনে ১ হাজার ৩৬১জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু হয়। উত্তর দিনাজপুরে (North Dinajpur) একদিনে ১৭৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু হয়।
চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটাই চলতে থাকলে সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।