কলকাতা: চিন্তা বাড়িয়ে পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা (Coronavirus) আক্রান্ত অনেকটাই বৃদ্ধি পেল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার করল এদিন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার ১৫৫জন। করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৩জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় (North 24 Paragana) একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত, ৮জনের মৃত্যু। হাওড়ায় (Howrah) একদিনে ১ হাজার ৩৬১জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। উত্তর দিনাজপুরে (North Dinajpur) একদিনে ১৭৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু।
উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের (Positivity Rate) নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা। মহারাষ্ট্র, দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি। যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ২ লক্ষের দোরগোড়ায়।
আরও পড়ুন, 'এমন দিন আসছে নেগেটিভরা বাড়িতে থাকবেন, পজিটিভরা মাস্ক পরে ঘুরবেন', আশঙ্কা চিকিৎসকের
এদিকে, পূর্ব রেলে (Eastern Railway) দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ (Covid19)। রেল সূত্রে খবর, পূর্ব রেলে ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত। ৪ হাজারের বেশি কর্মীর অধিকাংশই হোম আইসোলেশনে (Home Isolation)। রেলের বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও সংক্রমিত। তবে এই পরিস্থিতিতেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই, দাবি পূর্ব রেলের। তবে, করোনার (Corona) উপসর্গ থাকলে করতেই হবে পরীক্ষা। জানিয়ে দিল আইসিএমআর (ICMR)। করোনা টেস্টের (Covid19 Test) নতুন নির্দেশিকা জারি করেছে আইসিএমআর। যেখানে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত কোমর্বিডিটি (Co-Morbidity) থাকলে সংস্পর্শে এলেই করতে হবে টেস্ট। অতিরিক্ত কোমর্বিডিটি না থাকলে উপসর্গহীনদের টেস্টের প্রয়োজন নেই।
চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে এখন শীর্ষে বাংলা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটাই চলতে থাকলে সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।