সমীরণ পাল, দেগঙ্গা : প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরির চেষ্টার অভিযোগ উঠল খোদ শাসক দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের (Panchayat Pradhan) বিরুদ্ধে। দেগঙ্গার (Deganga) চাকলার পর এবার কলসুরে এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী গাছ কাটা বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলসুর ফাঁড়ির পুলিশ। তার আগেই অবশ্য যারা গাছ কাটছিল তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কলসুর গ্রামের ভাবকপাড়া এলাকায়।


কী বলছেন বিক্ষোভকারীরা ?


বিক্ষোভকারীদের অভিযোগ, আজ সকালে কলসুরের ভাবকপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েত প্রধান অজয় বৈদ্য গাছ কাটার লোক নিয়ে এসে একটি প্রাচীন কাঠ বাদাম গাছ কাটা শুরু করেন। অবৈধভাবে এই গাছটি কেটে বিক্রি করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ তুলে গ্রামবাসী বিক্ষোভে সামিল হয়। পাল্টা পঞ্চায়েত প্রধান গ্রামবাসীকে হুমকি দেন বলে অভিযোগ। এলাকাবাসীর আরও অভিযোগ, এর আগে বেশ কয়েকটি গাছ চুরি করে বিক্রি করেছেন পঞ্চায়েত প্রধান। ঘটনার খবর পেয়ে কলসুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলে যারা গাছ কাটছিল তারা পালিয়ে যায়।


এদিকে এই ঘটনা নিয়ে দেগঙ্গায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তরুণ কান্তি ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। তৃণমূলের নেতাদের কাটমানির রাজত্ব বন্ধ হওয়ার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট করে প্রকাশ্যে দিবালোকে গাছ চুরি করে বিক্রি করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর ধিক্কার জানাই। 


যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কলসুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় বৈদ্য। তাঁর দাবি, ভাবকপাড়া এলাকায় একটি প্রাচীন কাঠবাদাম গাছে আমফান ঝড়ের সময় গোড়া থেকে চিড় ধরে যায়। রাস্তার ধারে কয়েকটি বাড়ি রয়েছে, তারা আতঙ্কে ছিল। গ্রাম পঞ্চায়েতের কাছে লিখিত অভিযোগ জানায়। তাই তিনি জনস্বার্থে গাছটি কেটে দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর পাল্টা অভিযোগ, এলাকাবাসী মিথ্যা অভিযোগ তুলে তাঁকে বদনাম করার চেষ্টা করছে। 


এ বিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তুষার কান্তি দাস বলেন, কলসুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গাছ চুরি করে বিক্রি করছেন বলে অভিযোগ পেয়েছি। কিন্তু, এলাকাবাসীর সমস্যার কারণে জনস্বার্থে গাছটি কাটা হচ্ছিল। বিরোধীরা চক্রান্ত করে পঞ্চায়েতকে বদনাম করার চেষ্টা করছে। 


আর এই নিয়ে দেগঙ্গার কলসুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


আরও পড়ুন ; তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগে, মধ্যমগ্রামে পোস্টার বিজেপির