সমীরণ পাল, মধ্যমগ্রাম : ফের দুর্নীতিতে জড়াল তৃণমূলের নাম। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার (Madhyamgram Municipality) তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগে এলাকায় পোস্টার দিল বিজেপি (BJP)। তৃণমূল কাউন্সিলর অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।


কী অভিযোগ ?


শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সরব বিরোধীরা। এই প্রেক্ষাপটে ফের এক দুর্নীতির অভিযোগে নাম জড়াল তৃণমূলের। গাছ চুরির অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার দিল বিজেপি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এরকম পোস্টার পড়েছে। প্রতিটি পোস্টারের নীচে লেখা রয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, মধ্যমগ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চণ্ডীগড় এলাকায় একাধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। 


এনিয়ে মধ্যমগ্রামের বিজেপির মণ্ডল সভাপতি প্রদীপ সাহা বলেন, দলটা চুরি করতে করতে অবশেষে গাছ চুরিতে এসে ঠেকেছে। তাই এইভাবে প্রতিবাদ। সঠিক সময়ে মানুষ তার জবাব দেবে।


মধ্যমগ্রামের তৃণমূল কাউন্সিলর রাধারানি দত্ত বলেন, আমফান-ইয়াস ঝড়ের পরে বেশ কিছু গাছ বিপজ্জনক হয়ে রাস্তার উপরে ছিল। তাই স্থানীয়রা অভিযোগ করে গাছগুলি কেটে ফেলার। তাই গাছগুলো কাটা হয়েছে । এই ইস্যুতে বিজেপি আমার ঘাড়ে দোষ চাপিয়ে বদনাম করার চেষ্টা করছে।


বিধানসভা ভোটের কাটমানি এবং ত্রাণ দুর্নীতির অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের আগে গাছ চুরির অভিযোগে পোস্টার নিয়ে সরগরম মধ্যমগ্রাম। 


সম্প্রতি খড়দার বিলকান্দায় একটি সভায় 'চুরি' ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। গত কয়েকদিন ধরে দুর্নীতি ইস্যু (Corruption) নিয়ে বারবার মুখ খুলছেন তিনি। দিনকয়েক আগে সৌগত রায় মন্তব্য করেন, তৃণমূলের (TMC) দু’একটা লোক চুরি করেছে। তবে বেশিরভাগটাই ভাল। যদিও শাসকদলের নেতার এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই মনে করেন বিরোধীরা। তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি ঢাকতেই তৃণমূল দুর্নীতিগ্রস্তদের সঙ্গে দূরত্ব তৈরি করছে। এই ভাল-মন্দের তফাৎ কি মানুষ গ্রহণ করছে ? প্রশ্ন উঠছে।


আরও পড়ুন ; 'তোলাবাজি' ঘিরে গোষ্ঠী কোন্দল, দুই তৃণমূল নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত কামারহাটি