সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগরে, নর্দমার মধ্যে থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধার হল ভোটার কার্ড, কার্ডের ফোটোকপি ও খাদ্যসাথী কুপন। অধিকাংশই বাগদা ব্লকের। কেন এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। পুজো শেষের পর, পুজো কমিটির তরফে, এলাকা পরিষ্কার করা হচ্ছিল। তখনই নর্দমার মধ্যে দেখতে পাওয়া যায়, তিনটে বস্তা। খুলতেই চক্ষু চড়কগাছ!
বস্তার মধ্যে ভর্তি ভোটার কার্ড। শুধু তাই নয়, রয়েছে ভোটার ও রেশন কার্ডের ফটোকপি, খাদ্যসাথীর কুপন। উত্তর ২৪ পরগনার অশোকনগরে, যশোর রোডের ধারে, মানিকতলা ইটভাটা এলাকায়, একটি ড্রেন থেকে উদ্ধার হয়, ৩ টি বস্তা। তার মধ্যেই ছিল এইসব। পুলিশ সূত্রে জানা গেছে বেশিরভাগ নথিই বাগদা ব্লকের।
কিন্তু এই গুরুত্বপূর্ণ নথি কীভাবে এখানে এল? নর্দমার মধ্যে কে বা কারা ফেলল? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনাকে হাতিয়ার করে, শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। গুরুত্বপূর্ণ নথি কীভাবে ওখানে এল, তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।
এর আগে কালিয়াগঞ্জের একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয়েছিল বহু ভোটার কার্ড। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বনকালী এলাকার ঘটনা । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঠিক কী ঘটেছিল?
বনকালী এলাকার একটি পুকুরের ধারে রাস্তার পাশে বেশ কয়েকটি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। প্লাস্টিকের ক্যারিব্যাগে এই পরিচয়পত্রগুলি কেউ বা কারা সেখানে ফেলে রেখে গিয়েছিল। কালিয়াগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। ফেলে যাওয়া ভোটার কার্ডগুলি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিয়াগঞ্জ থানার পুলিশ জানিয়েছিল, ৬০ থেকে ৬২টি কার্ড উদ্ধার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই সচিত্র পরিচয়পত্রগুলি এখানে এল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছিল। যদিও এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য ছিল, উদ্ধার হওয়া পরিচয়পত্রের অধিকাংশ কালিয়াগঞ্জ ব্লকের নয় নম্বর বরুনা অঞ্চলের বাসিন্দাদের।