সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুরে অবসরপ্রাপ্ত বি এস এন এল আধিকারিকের বাড়িতে লুঠের চেষ্টা। চাঁদা আদায়ের নামে এই কাজ করতে আসে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ। ক্যান্সার আক্রান্ত প্রৌঢ়াকে মারধরের অভিযোগ উঠল টিটাগড়ের তালবাগান এলাকায়।


ঠিক কী ঘটেছে?


স্থানীয় ক্লাবের হয়ে চাঁদা চাওয়ার নামে বাড়িতে ঢুকে পড়ে দুই যুবক ও এক যুবতী। কিছু বুঝে ওঠার আগেই তারা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক ও তাঁর ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে মারধর করে। পালানোর সময় ২ জনকে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ দুষ্কৃতীরা স্প্রে নিয়ে এসে ঘরে স্প্রে করে। এরপর সকলেই অচেতন হয়ে যেতে থাকে বলে দাবি। মারধর ও চিৎকারের আওয়াজ পেয়ে এলাকার লোক চলে আসে।  পালাতে গেলে দুজনকে ধরে ফেলে এলাকার মানুষ। 


এই ঘটনার পরই টিটাগড় থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে দু'জন যুবক ও একজন যুবতী আসে বাড়িতে। সেই সময় বৃদ্ধ বৃদ্ধা ও ছেলের বৌমা ছিল। পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতি দমদমের বাসিন্দা। অস্ত্র আইনে এর আগে গ্রেফতার হয় স্বামী। ধৃতদের দাবি, চাকরি দেওয়ার নামে তাদের ওই এলাকায় নিয়ে আসা হয়। ধৃতদের দাবি খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। 


এদিকে, ডোমজুড়ে ব্যবসায়ীকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মঙ্গলবার। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে এবার এক ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর থেকে লুট ৮০ হাজার টাকা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে। বীরেন্দর সাউ নামে ওই ভুষির ব্যবসায়ী জানান রাত পৌনে আটটা নাগাদ সে যখন দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় ২ থেকে ৩ জন যুবক তাকে ঘিরে ধরে। 


এরপর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। তার হাতের ব্যাগে ৮০ হাজার টাকা ছিল তা লুট করে নেয়। এরপর ওই ব্যবসায়ীর মোবাইল এবং বাইক ছিনতাই করে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করে বাকরার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানেই সে চিকিৎসাধীন।


এর আগে সোমবার দুপুরে হাওড়া আমতা রোডের বাঁকরা এলাকায় প্রকাশ্যে ১০ লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। একটি মদের দোকানের কর্মচারী টাকা ব্যাঙ্কে জমা দিতে যাবার সময় ছিনতাই হয়। বরুণ প্রামানিক নামে ওই কর্মচারীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ও মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ১০ লক্ষ টাকা ছিনতাই করে বাইকে চেপে পালায় দুষ্কৃতীরা।