আব্দুল ওয়াহাব, উত্তর ২৪ পরগনা: স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমানে রুপোর গয়না পাচার হওয়া থেকে আটকাল বিএসএফ। এক ভ্যানচালকের থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কেজি রুপোর গয়না। এই ঘটনায় গ্রেফতার এক। জানা গিয়েছে এই বিপুল পরিমান গয়নার বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকা।
কীভাবে উদ্ধার করল বিএসএফ বাহিনী?
সীমান্ত রক্ষী বাহিনীর কাছে খবর আসে উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমানে রুপোর গয়না পাচার হচ্ছে। বিকেলের দিকে এক ব্যক্তি ভ্যানরিকশা চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। সেই ভ্যান চালককে দাঁড়াতে বলা হয়। এরপর তল্লাশি করতে উদ্যত হলে, ঐ ভ্যানচালক না দাঁড়িয়ে পালাতে যায়। সেই সময় জওয়ানরা তাঁকে ধরে ফেলে।
ভ্যানচালককে জেরা করে তাঁর ভ্যানরিকশার তলা লুকিয়ে রাখা প্রায় পঞ্চাশ কেজি রুপোর গয়না উদ্ধার হয়। যার বাজার মূল্য ২৩ লক্ষ ৬০ হাজার টাকা। বাংলাদেশে রুপো পাচারের অভিযোগে সুরাহা দালাল নামে এক পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। এর সঙ্গে যুক্ত বাকি পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী।
সম্প্রতি বিএসএফ-এর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, সম্প্রতি কয়েকজন অসাধু কারবারি ও ট্রাক চালক বাংলাদেশে মাল পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়েন। তারপর থেকেই বিএসএফ-এর জওয়ানরা কড়াকড়ির নামে তাঁদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছে বলে অভিযোগ পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের। প্রতিবাদে এদিন কর্মবিরতির ডাক দেয় তারা। বন্ধ হয়ে যায় রফতানি।
বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, নিয়ম মেনেই তল্লাশি চলছে। পেট্রাপোলের সেন্ট্রাল ওয়্যারহাউজ কর্পোরেশন ম্যানেজার সুপ্রভাত জানিয়েছেন, ‘কিছু দাবি থাকার কারণে তারা কাজে যোগ না দেওয়ার ফলে পেট্রাপোল সীমান্তে বন্ধ রপ্তানি। আমদানি চলছে।’