সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে ড্রোন উদ্ধারের পর, স্থানীয় দুই যুবক দাবি করলেন তাঁরাই এটি বানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ওই দু’জন থানায় এসে নথিও দেখান। এদিকে, এই ঘটনার পর কড়া অবস্থান নিল বনগাঁ পুরসভা। এবার থেকে অনুমতি ছাড়া শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল পুর কর্তৃপক্ষ।
শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর কাছে, পেট্রাপোল সীমান্তে উদ্ধার হয়েছিল সন্দেহজনক ড্রোন। ভারত-বাংলাদেশ সীমান্তে চাষের জমিতে ড্রোন উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। কারা উড়িয়েছিল ড্রোন? কী ছিল অভিসন্ধি?
এনিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন পুলিশ সূত্রে খবর, ড্রোন তাঁরাই তৈরি করেছেন বলে বনগাঁ থানায় এসে দাবি করেন দুই যুবক। পুলিশ জানিয়েছে, টিভিতে খবর দেখে ওই দুই যুবক থানায় যোগাযোগ করেন। অনলাইনে কেনা যন্ত্রাংশ নিয়ে তাঁরা থানায় আসেন। দু’জন ইউটিউবার, পরীক্ষামূলক ভাবে ড্রোন বানিয়েছিলেন। তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে, ড্রোন উদ্ধারের পর এনিয়ে কড়াকড়ি জারি করল বনগাঁ পুরসভা। পুরপ্রধান গোপাল শেঠ বলেন, "পুর এলাকায় এবার থেকে ড্রোন ওড়াতে গেলে পুরসভার অনুমতি নিতে হবে, না হলে ড্রোন ওড়ানো যাবে না।" পুরসভার পাশাপাশি, পুলিশও নজরদারি বাড়াবে বলে জানা গেছে।
জানা যায় একেবারে ৩০০ মিটার ব্যাসার্ধ্বের মধ্যে একটি জমিতে এই ড্রোন পড়ে থাকে। কৃষকরা প্রথমে এটি দেখে এবং অনেকটাই অবাক হয়ে যান তাঁরা। এরপর আশেপাশের গ্রামেও খবর ছড়িয়ে পড়ে। ফলে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পেট্রাপোল থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তা উদ্ধার করে।
পুলিশ জানায় এটি চিনে তৈরি। কিন্তু পেট্রাপোল সীমান্তে কে বা কারা এই ড্রোন পাঠিয়েছে তা নিয়ে চিন্তা বেড়েছে। সীমান্তে অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কোনও কিছু পাচারের উদ্দেশে কী পাঠানো হয়েছিল এই প্রশ্নও উঠছে। বনগাঁ থানার পুলিশ এ বিষয়ে প্রয়োজনে বিএসএফ এর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিতে পারে।