টিটাগড় : টিটাগড়ে (Titagarh) সরকারি স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের (Blast) ঘটনায় প্রাক্তন ছাত্র-সহ গ্রেফতার ৪ জন। পুরনো আক্রোশ, না কি অন্য কোনও কারণে বোমা ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ঘটনার পর থেকে শিক্ষাঙ্গনে পড়য়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার এই মর্মে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন।
স্কুল। ভবিষ্যৎ গড়ার প্রতিষ্ঠান। যেখানে সন্তানকে পাঠিয়ে নিশ্চিন্ত হন মা-বাবারা। সেই স্কুলেই ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ। উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়াল। ঘড়ির কাঁটায় বেলা প্রায় পৌনে ১২টা। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ড চলছে। হাজির প্রায় ৮০০ পড়ুয়া। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দৌড়ে ছাদে যেতেই দেখা যায়, তাজা বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার।
টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আরএ সিদ্দিকি বলেন, সেকেন্ড পিরিয়ড চলছিল। হঠাত্ আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি ধোঁয়া। সবাই ছুটল। ছাদ সবসময় বন্ধ থাকে। এসে দেখলাম বোমা পড়েছে। স্প্লিন্টার পড়েছে। কালেক্ট করে নিয়ে এল। ওপর থেকেই ফেলেছে। নিচ থেকে সম্ভব নয়।
বোমা ছোড়া হয়েছে ? নাকি ছাদে মজুত ছিল ?-
কিন্তু স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ ঘটল ? বোমা কি ছোড়া হয়েছে ? নাকি ছাদে বোমা মজুত ছিল ? টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের শিক্ষক খালিদ তনবীর বলেন, ওপরের দিক থেকে ফেলেছে মনে হচ্ছে। একটা বিল্ডিং উঁচু। বাদবাকি সব নীচু। এত বছরে কখনও হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন, এখানে কোথা থেকে বোমাটা ছোড়া হয়েছে, এই জিনিসটা আমরা ফরেন্সিককে ডেকে...আমরা খুবই প্রাইমারি স্টেজে আছি... কারা ছুড়েছে, কেন ছুড়েছে, এই জানার জন্য আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। ইনভেস্টিগেশন চলছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা।
এদিকে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতাও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, পুলিশকে অতি সক্রিয় হয়ে ধরতে হবে। সিপিকেও বলব। নতুন কমিশনার এসেছেন।
এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, পুরো বাংলাটা সন্ত্রাসের আঁতুরঘর হয়ে গেছে। বাড়িতে বাড়িতে একটাই শিল্প, বোমা শিল্প। ছোট বাচ্চাদেরও ছাড়ছে না। সেদিন ভাইপো বলেছে, মাথায় গুলি করতাম। এত অ্ন্যায়। এর জেরেই এগুলো। গুলি করতাম মানে, বোমাও ছুড়তে পারো। সিবিআই তদন্ত হওয়া উচিত। কে বোমা আনল, কে করল। সিআইডি, মমতা এটা চাপা দেওয়ার চেষ্টা করবে।
আরও পড়ুন ; টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি, শাহ-কে চিঠি দিচ্ছেন শুভেন্দু