সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ইচ্ছে থাকলে কী না করা যায়। সাহস ও ইচ্ছে শক্তির অদমাই জোর সকল শক্তির কাছেই পরাস্ত হয়। তার প্রমাণ দিল মধ্যমগ্রামের বসুনগরের বাসিন্দা প্রমা পাল। বয়স মাত্র পাঁচ বছর। অথচ এর মধ্যেই নাচে রেকর্ড তৈরি করলেন তিনি।
ইচ্ছে শক্তি আর অভ্যাসের জোরে সাড়ে পাঁচ বছর বয়সে ২৮ সেকেন্ডে নাচের মোট বাহান্নটা মুদ্রা করতে পারে সে। এত অল্প সময়ে নাচের এতগুলো মুদ্রা করা এটা একটা বিরল দৃশ্য, বিরল ঘটনাও। এই অবাক করা ঘটনার মাধ্যমেই ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলল মধ্যমগ্রাম বসুনগর এর বাসিন্দা সাড়ে পাঁচ বছর বয়সী প্রমা পাল।
পরিবারের তরফে জানান হয়েছে, খুব ছোট থেকেই তার নাচের প্রতি আগ্রহ ছিল। পড়াশোনার সঙ্গে সঙ্গে ভরতনট্যম, কত্থক-সহ একাধিক নাচে সে পারদর্শী হয়ে উঠেছিল। এমনটা তো দেখা যায়না সচরাচর। মেয়ের এই প্রতিভা দেখে বিস্মিত হয়েছিলেন মা-বাবাও। আর এই বিরল প্রতিভা যাতে নষ্ট না হয়, সে জন্য পরিবারের তরফ থেকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস-এ আবেদন করা হয়েছিল।
সেই কমিটি জুলাই মাসের মাঝামাঝি সময়ে সাড়া দেয়। সেখান থেকে বলা হয়, প্রমার এই গুণ ও বিরল প্রতিভার সমস্ত তথ্য ও নথি চেয়ে পাঠানো হয়। অনলাইনে নাচের ৫২ মুদ্রার ভিডিও এবং যাবতীয় তথ্য পাঠিয়ে দেওয়া হয় পরিবারের তরফ থেকে। গত কয়েকদিন আগেই প্রমার বাড়িতে এসে পৌঁছয় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস পুরস্কার, ট্রফি আই কার্ড।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার। প্রমার মা মা পূরবী সাহা পাল জানিয়েছেন ওর ভেতরে ছোট থেকেই এরকম একটা ট্যালেন্ট আমরা লক্ষ্য করেছি। ওকে আমরা সবসময় সাহায্য করে থাকি। ওর ইচ্ছা মতন ও নাচ করে ওর নিজের সময়ও নাচ করে । ও ওর মতো বড় হয়ে উঠুক এই প্রত্যাশাই আমাদের রয়েছে।