পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি : রাজ্য সরকারের ক্যাম্পে প্রথম দিনেই অভিযোগের প্রায় 'ডবল সেঞ্চুরি' । প্রথম দিনেই ১৯৬টি অভিযোগ জমা দিলেন সন্দেশখালির বাসিন্দারা । তাঁদের অভিযোগ শুনতে রাজ্য সরকারের ৬টি ক্যাম্প বসিয়েছে। সন্দেশখালি ২ নম্বর ব্লকে সরকারের ক্যাম্পে প্রথম দিন জমা পড়ল ১৯৬টি অভিযোগ। জোর করে জমি দখল, কৃষিজমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি, জমি নিয়ে টাকা না দেওয়ার মতো অভিযোগ উঠেছে। অভিযোগের বেশিরভাগই জমি সংক্রান্ত। সকালে অভিযোগ জমা না পড়লেও, দিনের শেষে ১৯৬টি অভিযোগ জমা পড়ল।
সন্দেশখালিকাণ্ডে চাপের মুখে তৎপর প্রশাসন। আজ থেকে শুরু হয় জনসংযোগ কর্মসূচি। সন্দেশখালির বিভিন্ন জায়গায় ক্যাম্প করে শোনা হয় গ্রামবাসীর অভাব-অভিযোগ। শেখ শাহজাহান ও তাঁর দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে বসতভিটে বা চাষের জমি কে়ড়ে, মাঠ দখল করে, একের পর এক ভেড়ি বানানোর ভুরি ভুরি অভিযোগ রয়েছে। গ্রামবাসীর ক্ষোভ প্রশমনে এবার জনসংযোগ কর্মসূচি শুরু করল প্রশাসন। যদিও শুরুতে আজ সকালে ৬টি ক্যাম্পই সম্পূর্ণ ফাঁকা যাচ্ছিল। এরপর প্রচার শুরু হয়। বিডিও বাইরে বেরোন।
ক্যাম্পের সামনে থেকে বিডিওকে দেখতে পেয়েই সোজা গ্রামের ভিতর নিয়ে গেলেন স্থানীয়রা। দেখালেন পরিস্থিতি। শিবু হাজরাদের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। বিডিও তখন বাসিন্দাদের বোঝান, অভিযোগ জমা দেওয়ার জন্য। তারপর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনে ৬টি ক্যাম্পে প্রায় ডবল সেঞ্চুরি হয়েছে অভিযোগের। ১৯৬টি অভিযোগ জমা পড়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এগুলির মধ্যে অধিকাংশই জমি-জমা সংক্রান্ত।
এদিকে আজ ফের সন্দেশখালি যায় তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন তিন মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাঁসদা। শিবু হাজরার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আসেনি বলে দাবি করেন পার্থ ভৌমিক।
বিভিন্ন কারণে তৃণমূল নেতাদের কাছ থেকে যারা প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন, এদিন সেরকম ৪০ জন গ্রামবাসীকেও ডাকা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জনকে এদিন টাকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, বাকিদের উদ্দেশে সেচমন্ত্রী বলেছেন, যারা যারা টাকা পান, আমি পার্থ ভৌমিক বলছি, আমাদের কর্মীরা সোমবার থেকে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে