সমীরণ পাল, গোজাডাঙা : সীমান্ত এলাকা থেকে সাতটি সোনার বিস্কুট-সহ এক চোরাকারবারীকে পাকড়াও করল ১০২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত ফাঁড়ি গোজাডাঙা এলাকা থেকে মোটর বাইকে সোনার বিস্কুট লুকিয়ে চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল। সেই সময় তাকে গ্রেফতারও করা হয়। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের ওজন ১০৯৩.৯৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭০,৩৩,৯৭০/- টাকা। ধৃত পাচারকারীর নাম আলাউদ্দিন মণ্ডল।


গতকাল খবর পেয়ে আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি সন্দেহজনক এলাকায় বিশেষ অভিযান চালান বর্ডার ফাঁড়ির গোজাডাঙার ১০২ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। রাত ১১টা ২০ মিনিট নাগাদ জওয়ানরা এক মোটর বাইক চালককে গোজাডাঙা চেকপোস্টের কাছে আসতে দেখেন। সে গোজাডাঙা থেকে ইটিন্দা বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছিল। জওয়ানরা তল্লাশির জন্য তাকে থামানোর চেষ্টা করলে, লোকটি হঠাৎ পালানোর চেষ্টা করে। কিন্তু, সতর্ক জওয়ানরা সময় নষ্ট না করে লোকটিকে ধরে ফেলেন। বিএসএফ কর্মীরা এরপর তল্লাশি শুরু করেন। মোটর বাইকে লুকানো ৭টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জওয়ানরা সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাচারকারীকে হেফাজতে নেয়।


জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায়, সে একজন ভারতীয়। কয়েকদিন ধরে সোনার বাহক হিসেবে কাজ করছে। ওইদিন সকালে আন্তর্জাতিক সীমান্তের কাছে আরেক ভারতীয় চোরাচালানকারী এই ৭টি সোনার বিস্কুট তাকে দিয়েছিল যা ইটিন্দার বাসিন্দা আরেক চোরাকারবারীকে দেওয়ার কথা ছিল তার। বিএসএফ-এর চোখে ফাঁকি দেওয়ার জন্য সে বিস্কুটগুলি তার মোটর বাইকে লুকিয়ে রেখেছিল। কিন্তু গোজাডাঙা চেকপোস্টের কাছে ডিউটি লাইন অতিক্রম করার সময় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে সোনার বিস্কুট-সহ ধরে ফেলেন। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গোজাডাঙা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়।


জওয়ানদের এই কৃতিত্বে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক শ্রী এ.কে. আর্য, ডি.আই.জি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, কুখ্যাত চোরাকারবারীরা গরিব ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। দরিদ্র মানুষকে টার্গেট করে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেন যে তাঁরা যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পান তবে বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ এই তথ্য দিতে পারেন। এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ জারি করেছে। হোয়াটসঅ্যাপ মেসেজ বা স্বর্ণ চোরাচালান সম্পর্কিত ভয়েস বার্তাও পাঠানো যেতে পারে। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।