সমীরণ পাল, বাগদা (উত্তর ২৪ পগরনা) : মর্মান্তিক ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু (Electrocuted to Death)। মৃতদের নাম সমীর চন্দ্র দাস (৬২) ও বিকাশ দাস (৪২)। উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) বাগদা ব্লকের সিন্দানি গ্রাম পঞ্চায়েত এলাকার মাগুরকোনা গ্রামের ঘটনা।


স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ফুল তোলার সময় গাছের ডাল সোজা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সমীরবাবু। বাবাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে বিকাশও৷ এরপর দুই জনকেই উদ্ধার করে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।


একই রকম ঘটনা আগেও-


গত মে মাসে এরকমই একটা ঘটনা নাড়িয়ে দিয়েছিল শহর কলকাতাকে। কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় মা ও মেয়ের। একবালপুরের ঘটনা। আহত জামাইকে নার্সিংহোমে ভর্তি করা হয় (Kolkata News)। SSKM-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা নাগাদ জিআই তারে ভেজা জামাকাপড় মেলতে যান ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি এবং ইজহারের স্ত্রী। SSKM-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বিদ্যুতের তারগুলি একেবারে জট পাকিয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। বিদ্যুৎ চুরিও হয় দেদার। অথচ দেখভাল করার কেউ নেই। সাত সকালে এলাকার দুই বাসিন্দার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। কেউ পরিস্থিতি দেখভালের প্রয়োজন দেখায় না বলে অভিযোগ জানান তাঁরা।


পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুতের তারের পাশেই জামা-কাপড় মেলার তার ছিল। কাপড় মেলতে গিয়ে তা বিদ্যুতের তারে ধরে যায়। তাতেই ঘটে যায় মারাত্মক বিপদ। প্রথমে ওই যুবক তড়িদাহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মারা যান শাশুড়ি এবং স্ত্রী।


একই দিনে বীরভূমেও ঘটে মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই ভাইয়ের। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া করে গ্রামবাসীরা। গাড়িতে করে মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন ২ জন। কোনও ভাবে বিদ্যুতের তারে লেগে যায় মেশিনের একাংশ। নিমেষে গাড়ি সমেত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান ২ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।