সমীরণ পাল, শ্যামনগর (উত্তর ২৪ পরগণা): শ্যামনগরে রেলের পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। শনিবার সকালে গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে শ্যামনগর রত্নেশ্বর শ্মশান ঘাট লাগোয়া রেলের পরিত্যক্ত গুদামের ভিতর যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 
 শনিবার সকালে স্থানীয় মানুষজন ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নোয়াপাড়া থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।


যদিও মৃতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে দেহে আঘাতের চিহ্ন মেলেনি, যুবক মত্ত অবস্থায় ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। 


যদিও স্থানীয়দের দাবি, ওই যুবকের বাঁদিকে গালে আঘাতের চিহ্ন ছিল এবং রক্ত ঝরছিল। তবে এলাকার যুবক নন তিনি, এমনটাই দাবি। স্থানীয়দের অভিযোগ, যুবককে খুন করে ওখানে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলওয়ে সাইডিং মাঠের পাশে ওই পরিত্যক্ত গোডাউনটিকে স্থানীয় ছোট্টু খান প্যাস্টিকের গোডাউন বানিয়েছে। পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আরও পড়ুন, সোদপুরে মা-ছেলের মৃত্যু: ‘আর বাঁচতে চাই না’, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ফোন পেয়ে ছুটে এসেছিলেন বন্ধু


অন্যদিকে, তালা দেওয়া বাড়ির ভেতর থেকে উদ্ধার হল মাঝ বয়সী এক ব্যক্তির পচন ধরা ঝুলন্ত দেহ। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের। মৃত ব্যক্তির নাম অসিত সরকার। বয়স ৫২। তালা দেওয়া ঘরের সিঁড়ি ঘরের নালা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, দেখতে পান এলাকার মানুষ। এছাড়া দুর্গন্ধও বের হতে থাকে ওই বাড়ি দিয়ে। এই ঘটনার পর তাহেরপুর থানার খবর দেওয়া হলে পুলিশ শুক্রবার তালা ভেঙে সিঁড়ি ঘর থেকে পচন ধরা ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বনাবনি ছিল না অসিতের। প্রায় তিন মাস আগে স্ত্রী নিখোঁজ হয়ে যান। শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বামী অসিত সরকার। তাদের দুটি ছেলে রয়েছে।