হালিশহর : চিটফান্ডকাণ্ডে চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার (Halisahar Municipality) সামনে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। গতকাল চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি (Raju Sahani)।


চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এদিন বিজেপি রাজ্য সম্পাদক ফাল্গুনী পাত্রর নেতৃত্বে মিছিল করে এসে পুরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, তাদের ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়া হয়। হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, চিটফান্ড মামলা বিচারাধীন বিষয়, তাই এ নিয়ে মুখ খুলবেন না। 


৫ দিনের সিবিআই হেফাজত রাজু সাহানির-


এদিকে রাজু সাহানিকে আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হলে তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সিবিআইয়ের তরফে আজ আদালতে বলা হয়, হালিশহরে অভিযুক্তের যে রিসর্ট রয়েছে সেখানকার অফিস থেকে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চারটি চাবির রিং, লাইসেন্সবিহীন দেশি পিস্তল, ৪টি ডেবিট কার্ড পাওয়া গেছে। ‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে যে চিটফান্ড সংস্থা রয়েছে সেখান থেকে সরাসরি আর্থিকভাবে লাভবান হয়েছেন রাজু সাহানি। তাঁকে জিজ্ঞাসা করেই জানা যেতে পারে, এই চিটফান্ড সংস্থা থেকে আরও কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। তাই তাঁকে ম্যারাথান জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে দাবি করেন সিবিআইয়ের তরফের আইনজীবী।


আরও পড়ুন ; ৫ দিনের সিবিআই হেফাজত হালিশহর পুরসভার চেয়ারম্যানের


অন্যদিকে, যে কোনও শর্তে জামিনের আবেদন জানিয়েছিলেন রাজু সাহানির আইনজীবী। যেহেতু তিনি একটি নির্দিষ্ট দল করেন, তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেও দাবি জানানো হয়। রাজু সাহানির আইনজীবীর দাবি, রাজু জানতেন না যে এই চিটফান্ড সংস্থার অন্যতম ডিরেক্টর সৌম্যদীপ ভৌমিক পলাতক রয়েছেন। তিনি রাজুর বন্ধু ছিলেন। রাজুর যেহেতু রিয়েল এস্টেটের একাধিক ব্যবসা রয়েছে, তাই সেই কাজে বছর তিনেক আগে ৩০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধও করে দিয়েছিলেন। তার রসিদও আছে। 


প্রসঙ্গত, রাজু সাহানির বাবা লক্ষ্মণ সাহানি বাম আমলে হালিশহরের দোর্দণ্ডপ্রতাপ সিপিএমের কাউন্সিলর ছিলেন। কয়েকবছর আগে তিনি তৃণমূলে যোগ দেন। সেইসঙ্গে দলবদল করেন রাজুও। গত পুরসভা নির্বাচনে হালিশহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন তিনি।