সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আমডাঙা (Amdanga) থানার আইসি (IC)-র। পুলিশ (Police)-কর্তার মদতেই চলছে মাদকের কারবার।  বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ শাসকদলের বিধায়ক।                                                                                              


আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের অভিযোগ, মাদক পাচারে অভিযুক্তদের থানায় এনে রাতে ছেড়ে দেওয়া হয়। আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন বলে দাবি বিধায়কের। এনিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে গতকাল মাদক বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দারিয়াপুর বাজার। কয়েকজন ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারার অভিযোগ ওঠে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে। গতকালের ঘটনায় এফআইআরে নাম থাকা ৩ জনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।                                     


আরও পড়ুন, নিম্নচাপের জেরে বইবে দমকা ঝোড়ো হাওয়া, ফ্রেজারগঞ্জ-গঙ্গাসাগরে জারি সতর্কতা


বিধায়ক রফিকুর রহমান বলেন, "এই পরিস্থিতি তৈরি করেছেন আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত। যে গাঁজার ব্যবসায়ী পিস্তলের বাট দিয়েছে মেরেছেন, তার কাকাকে তিন চারদিন আগে আইসি সন্ধেবেলা ধরে এবং  রফা করে রাতে ছেড়ে দেন। যেদিন এটা হয়েছে সেদিন আমি অ্যাডিশনাল এসপিকে মেসেজ করেছিলাম গোটা বিষয়টা জানিয়ে। এক্ষুণি অপসারণ চাই।"                                                


এই ঘটনা নিয়ে প্রদেশ রঞ্জন সভাপতি অধীর চৌধুরী বলেন, "এই অভিযোগ সত্য বলেই মনে হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা হচ্ছে। আমার জেলা মুর্শিদাবাদ ইতিমধ্যেই এ বিষয়ে কুখ্যাতি অর্জন করেছেন। কয়েকটি থানা আছে যেখানে এমন কাজ করা হয়। কংগ্রেসদের লোকদের ধরে কেস দেওয়া হয় অন্যায়ভাবে। গোটা প্রশাসন জড়িত। মাদক-জাল টাকা পাচার- নারী পাচার চলছে রাজ্যজুড়ে। কালিয়াচক জাল টাকার রাজধানী। একটা আইসিকে দোষারোপ করে লাভ নেই। গোটা দল ক্যান্সারে আক্রান্ত। সবাই মিলেই এই কাজ করছে।"