গৌতম মণ্ডল, মধ্যমগ্রাম : কল সেন্টারের (Call Centre) আড়ালে প্রতারণার ঘটনা নতুন নয়। আবারও এরকমই একটি চক্রের হদিশ পেল পুলিশ। মোবাইল টাওয়ার (Mobile Tower) বসানো ও চাকরির টোপ দিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে দুই জনকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ (Kakdwip) থানার পুলিশ। ধৃতদের নাম- অভিষেক মজুমদার ও ভিকি রায়। অভিষেক ও ভিকি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া ও ঘোলার বাসিন্দা।


উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে (Madhyamgram) এই কল সেন্টারটি চলত। গত বছরের মাঝামাঝি কাকদ্বীপের গোবিন্দরামপুরের বাসিন্দা কার্তিক মান্নার কাছে তাঁর ফাঁকা জমিতে একটি বেসরকারি সংস্থার মোবাইলের টাওয়ার বসানোর জন্য একটি ফোন আসে। টাওয়ার বসালে জমির ভাড়া হিসেবে লক্ষ লক্ষ টাকা ও একজনের চাকরি হবে বলে টোপ দেওয়া হয়। এরপর কার্তিক মান্নার থেকে কয়েক দফায় রেজিস্ট্রেশন ফি-র নামে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্তিক মান্না কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে।


এরপর গতকাল রাতে উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এর পেছনে বড়সড় প্রতারণাচক্র কাজ করছে। আমরা এদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাচ্ছি।


সম্প্রতি আরও একটি ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁসের ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur News) ঘটনা। সেখানকার মল্লিকপুরে ওই ভুয়ো কল সেন্টার রমরমিয়ে চলছিল বলে অভিযোগ। পুলিশের একটি সূত্র জানায়, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার টোপ দেওয়া হতো। ফোন যেত সুদূর আমেরিকা পর্যন্ত। ফর্ম পূরণের নাম করে জরুরি তথ্য হাতিয়ে নেওয়া হতো। গত কয়েক বছর ধরেই কল সেন্টারের নামে এই প্রতারণা চক্র চলছিল।


দিনকয়েক আগে বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার পার্থ ঘোষ। তিনি জানান, বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের পীরতলায় ওই ভুয়ো কল সেন্টারে অভিযান চালানো হয়। একটি বাড়ির দোতলার দু'টি ঘর থেকে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে অত্যাধুনিক পাঁচটি কম্পিউটার, একাধিক সফ্টওয়্যার, মাউস এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাা করানোর দোহাই দিয়ে ব্যবহৃত আমেরিকার একটি অ্যাপ-এর সন্ধান মিলেছে।


আরও পড়ুন ; বারুইপুরে বসে আমেরিকায় প্রতারণা! খোঁজ মিলল ভুয়ো কল সেন্টারের, ধৃত ৫