সমীরণ পাল, মিনাখাঁ : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা (Electric Post)। মিনাখাঁর (Minakhan) ভেবিয়ার দিক থেকে খোলাপোতার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ে পোলট্রির মুরগিবাহী একটি গাড়ি (Vehicle)। ভোর ৫টা নাগাদ ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম- আলি মোস্ত সর্দার ও আরিফ মোল্লা গাজি। তাঁদের বাড়ি বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাটের বেলঘড়িয়া গ্রামে। 


ঘটনাস্থল থেকে  মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে মিনাখাঁ থানার পুলিশ। আহতদের বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গেছে। তদন্তে নেমেছে মিনাখাঁ থানার পুলিশ।


স্থানীয়রা জানান, ভোরের দিকে দ্রুত গতিতে ওই গাড়িটি ছুটে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। এরপর স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করেন। কোনও রকমে তাঁদের উদ্ধার করা গেলেও, তাঁদের মধ্যে দু'জনকে বাঁচানো যায়নি।


গতকাল পশ্চিম বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত্যুর (Paschim Bardhaman Road Accident) খবর সামনে আসে। ঘটনাস্থল ছিল ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর বিলপাহাড়ি মোড় সংলগ্ন এলাকা। দুর্ঘটনায় ২ জনের প্রাণ যায়, জখম হন ১ জন।


সূত্রের খবর, শুক্রবার ভোরে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি বাইক দ্রুত গতিতে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় রাস্তা পার করছিলেন এক যুবক।  বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হন ওই পথচারী। ঘটনার জেরে বাইকও ছিটকে পড়ে জাতীয় সড়কের এক পাশে। বাইকে থাকা দু'জনেই আহত হন। পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই পথচারী এবং এক বাইক আরোহীর মৃত্যু হয়। মৃত পথচারীর নাম  শুভম বাউরি। তিনি বীরভূমের ময়না ডালের বাসিন্দা। বাইকে যে দু'জন যুবক ছিলেন, তাঁদের নাম কৃষ্ণ শুক্লা  ও বিকি কোল। তাঁরা লাউদোহার মামা কুটি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। 


ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ। জখমদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। কিন্তু বারবার ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।