সমীরণ পাল,চাকদা (উত্তর ২৪ পরগনা):  সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) (CAA)  নিয়ে ফের সরব বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (BJP MP Shantanu Thakur)। বুধবার তিনি অভিযোগ করেন, সব দল মতুয়াদের ব্যবহার করলেও, তাদের কথা কেউ ভাবেনি। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।


বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী  শান্তনু ঠাকুর বলেছেন, সব দল    তাদের স্বার্থ চরিতার্থ করতে আমাদের ব্যবহার করেছে... আমাদের আওয়াজ বাড়াতে হবে।


CAA নিয়ে এভাবে ফের সুর চড়ালেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য, বিজেপি সাংসদ এবং মোদি সরকারের প্রতিমন্ত্রী  শান্তনু ঠাকুর। 


কয়েকদিন ধরেই তাঁর গলায় বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে একাধিক বৈঠক এবং বনভোজনও করেছেন তিনি। এরপরই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে, রাজ্য বিজেপির দুই নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করেছে দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে, শান্তনু ঠাকুরের প্রসঙ্গ টানেন জয়প্রকাশ।  তিনি বলেন, আমি দলবিরোধী কোনও মন্তব্য করিনি। আমি শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়েছিলাম।


বুধবার এনিয়ে প্রশ্ন করা হলে, কার্যতত মেজাজ হারান শান্তনু। তবে এদিন চাকদায় গিয়ে, CAA নিয়ে ফের সুর চড়ান শান্তনু। বলেন, লক্ষ লক্ষ মানুষ অবহেলিত হয়েছেন। আমাদের কথা কেউ ভাবেনি। সব দল স্বার্থ বজায় রাখতে আমাদের ব্যবহার করে যাচ্ছে। আমাদের আওয়াজ বাড়াতে হবে।
গতবছর এরাজ্যে প্রথম দফা বিধানসভা ভোটের দিন, বাংলাদেশের ওড়াকান্দিতে, মতুয়া সমাজের সবচেয়ে বড় পীঠস্থান, হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেয় শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গও টেনে আনেন তাঁর দলের সাংসদ শান্তনু। তিনি বলেন,  প্রধানমন্ত্রী ওড়াকান্দিতে গেছিলেন। গুরুত্ব উপলব্ধি করে গিয়েছিলেন। 


এনিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। তৃণমূল কংগ্রেসের  বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্তের কটাক্ষ, শান্তনুবাবুর বোধোহয় হয়েছে।   বিজেপির মিথ্য প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছিলেন। এখন  বুঝেছেন বলেই এসব বলেছেন।


সব মিলিয়ে CAA ইস্যুতে বিজেপির অন্দরে টানাপোড়েন থামার লক্ষণ নেই।