সমীরণ পাল, হাকিমপুর (উত্তর ২৪ পরগনা): সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোরাচালানকারীদের ছক বানচাল  করে দিল। টোটোতে করে বাংলাদেশে পাচারের আগেই  ৭.১ কেজি রূপার গহনা বাজেয়াপ্ত করল বিএসএফ। শুক্রবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা একটি অটোরিকশার ভিতর থেকে ৭.১ কেজি ওজনের রূপার গহনা আটক করে।   উত্তর ২৪ পরগনা জেলার  হাকিমপুর এলাকা দিয়ে  ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বিএসএফ জওয়ানরা এই রূপার গয়নাগুলি আটক করেন।


সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন সেক্টরের কলকাতার জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে স্বরূপদা বাজার থেকে আন্তর্জাতিক সীমান্তের দিকে আসা রাস্তায় একটি বিশেষ অভিযান চালান। বিকেল সোয়া পাঁচটা নাগাদ  প্রাপ্ত তথ্য অনুযায়ী জওয়ানরা একটি সন্দেহজনক ই-রিক্সা (টোটো) দেখতে পান।  ওই টোটো  হাকিমপুর চেকপোস্টের দিকে যাচ্ছিল। সীমান্ত রক্ষী বাহিনীর অ্যাম্বুশ পার্টি টোটো চালককে থামতে বলে।  এরইমধ্যে টোটো চালক ঘটনাস্থলে তার গাড়ি ছেড়ে ভারতীয় এলাকার দিকে পালিয়ে যায় ।    অ্যাম্বুশ পার্টির জওয়ানরা তার পিছু ধাওয়া করলেও  পাচারকারী  ঘনবসতি এবং ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তল্লাশি চালিয়ে টোটোর বিভিন্ন  জায়গায়  থেকে লুকোনো রূপার গহনা উদ্ধার করে। সবমিলিয়ে ৭.১ কেজি রূপার গহনা উদ্ধার  করা হয়।  যার আনুমানিক মূল্য ৩,৫৬,৯৫০  টাকা।বাজেয়াপ্ত রূপার গয়নাগুলি তেতুলিয়ায় কাস্টম অফিসে  হস্তান্তর করা হয়েছে।


১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নারায়ণ চাঁদ তার জওয়ানদের সাফল্যে জন্য সন্তোষ  প্রকাশ করেছেন। ওই জওয়ানদের তৎপরতার কারণে  ১১২ ব্যাটালিয়ন  ৭.১ কেজি রূপার গহনা সহ পাচারের কাজে ব্যবহৃত একটি  টোটো বাজেয়াপ্ত করেছে।  তিনি বলেছেন,  যে কর্তব্যরত তার জওয়ানদের তৎপরতার জন্যই পাচারের চেষ্টা বানচাল করে রূপার গহনাগুলি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।


আরও পড়ুন-Mamata Banerjee Speech :'একটা ইডি দেখালে, আমিও বস্তা ভরে তথ্য দেব', অভিষেক-রুজিরাকে ইডির নোটিস নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার