সমীরণ পাল, ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা): মোবাইল ফোনে অচেনা নম্বর Unkwin Phone Number) থেকে আসা লিঙ্কে (Link) ক্লিক করতেই বিপত্তি। ব্ল্যাকমেলিংয়ের (Blackmailing) শিকার উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ব্যারাকপুরের (Barrackpore) এক মহিলা। লোনের নামে টাকা চেয়ে পরপর মেসেজ আর ফোন। ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় আপলোড, পরিচিত মহলে অশ্লীল ছবি পাঠিয়ে সম্মানহানি। এই ঘটনায় টিটাগড় থানায় দায়ের হয়েছে অভিযোগ।
প্রয়োজন ছাড়া মোবাইলে পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করবেন না। বিশেষ করে অচেনা নম্বর থেকে পাঠানো লিঙ্কে তো নয়ই। বারবার এই মর্মে সতর্ক করে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ।
তারপরেও ভুলবশত বা কৌতূহলের বশে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে ফেলেন অনেকে এবং তারপরই বিপদে পড়ে যান তাঁরা। ঠিক যেমন অভিজ্ঞতা হয়েছে ব্যারাকপুরের এক বাসিন্দার। মোবাইল ফোনে অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করতেই বিপদের মুখে পড়েছেন ব্যারাকপুরের এক তরুণী। ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় আপলোড করার পর তাঁকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে বলে অভিযোগ।
অভিযোগকারিণীর দাবি, মাসখানেক আগে মোবাইল ফোনে আসা লিঙ্ক ক্লিক করতেই নানা ধরনের মেসেজ আসতে শুরু করে। এরপর ঋণ নিয়ে শোধ করছেন না বলে দাবি করে ফোন আসা শুরু হয়। প্রতিবাদ করায় ছবি বিকৃত করে অভিযোগকারিণীর ফোনের কনট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে পাঠিয়ে টাকা আদায়ের জন্য চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। গতকাল টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়। । পুলিশ সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় পাঠানো হয়েছে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত অভিযোগকারিণী।
বেসরকারি সংস্থায় কর্মরত তরুণীর অনুমান, অজানা লিঙ্কে ক্লিক করার পর তাঁর মোবাইল ফোন পুরোপুরি হ্যাকারদের দখলে চলে গিয়েছে। তিনি বলেছেন, আমার কোনও অশ্লীল ছবি এরা পায়নি। ওরা বলেছে, এডিট করে করছে। ফটো এডিট করে ব্ল্যাকমেল করেছে।