সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: ভর সন্ধেয় জনবহুল এলাকায় গৃহবধূ খুনের (Housewife death) ঘটনায় চাঞ্চল্য। পলতায় এয়ারফোর্স সার্জেনের স্ত্রীর (wife) গলাকাটা দেহ উদ্ধার করল পুলিশ।


বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার


ভর সন্ধেয় জনবহুল এলাকা থেকে গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধার করা হল। মৃতার নাম রঞ্জনা দেবী। এয়ারফোর্স সার্জেনের স্ত্রী ওই গৃহবধূ। অসম থেকে বদলি হয়ে পলতা (Palta) আসে ওই দম্পতি।


এদিন দুই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে যান স্বামী। ফিরে এসে দেখেন বিছানার ওপর স্ত্রীর গলাকাটা দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।


তদন্তে কী কী তথ্য উঠে আসছে এখনও পর্যন্ত?


ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ (Noapara Police)। কিছুক্ষণ আগে মৃতার স্বামী অমরলালকে আটক করে পুলিশ। 


পলতার জহর কলোনীর বাড়ির একতলায় সপরিবারে ভাড়া থাকতেন অমরলাল। সেই বাড়িতে তালাবন্ধ করে দিয়েছে পুলিশ। নিয়ে যাওয়া হয়েছে রঞ্জনা দেবীর দেহ। পার্ক থেকে সন্ধে সাড়ে ৭টা নাগাদ দুই মেয়েকে নিয়ে ফিরে এসে অমরলাল দেখতে পান বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন  তাঁর স্ত্রী। খবর দেওয়া হয় নোয়াপাড়া পুলিশকে। তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। 


আরও পড়ুন: Kolkata: 'কবে খুলবে স্কুল?' দিন দুই পরেও একই প্রশ্ন শহরের ৩ স্কুলের অভিভাবক-পড়ুয়াদের


পুলিশ সূত্রে খবর, তারা দুই কন্যাকে জিজ্ঞাসাবাদ করেন। দুপুর তিনটে নাগাদ কাজ থেকে ফিরে আসেন অমরলাল। ফিরে এসে দুই মেয়েকে মোবাইল দিয়ে দেন অমরলাল। তারা সেই নিয়েই ব্যস্ত ছিল। এরপর পার্কে যাওয়ার সময় মায়ের সঙ্গে তারা দেখা করতে চাইলে অমরলাল দেখা করতে দেয়নি বলেও জানায় মেয়েরা। 


ঘটনার তদন্তে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অমরলালকে।