সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের হিংসার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) ২ স্থানে। ব্যারাকপুরের (Barrackpore) মামুদপুরে হিংসা। অন্যদিকে অশোকনগরে (Ashoknagar) দোকান ভাঙচুরের ঘটনা ঘটল। ঠিক কী ঘটল?


উত্তর ২৪ পরগনায় 'আক্রান্ত' বিজেপি


ফের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। এবার ঘটনা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মামুদপুরের। মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, 'বিক্ষিপ্ত কিছু গন্ডগোল হচ্ছে, পুলিশ ব্যবস্থা নেবে' বলে। কিন্তু উল্টোদিকে বিজেপির কটাক্ষ, 'দিকে দিকে গুন্ডারাজ কায়েম হচ্ছে'।


অন্যদিকে অশোকনগরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠল। দোকান ভাঙচুর করে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ উঠল। দোকান দখল করতে হামলা চালায় তৃণমূলের, এমনই অভিযোগ তুললেন বিজেপি কর্মী। যদিও পাল্টা তৃণমূল দাবি করেছে যে এগুলো  বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের। 


অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের তির ISF-এর দিকে।                                                                               


আরও পড়ুন: Bird Flu: পাঁচ বছর পর ফিরল বার্ড ফ্লু আতঙ্ক, আক্রান্ত বাংলার এক শিশু, WHO-র রিপোর্টেও উল্লেখ


গতকাল, অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ গঙ্গাধরপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, সেই সময়ে ব্যক্তিগত প্রয়োজনে তৃণমূল নেতা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে মনিরুদ্দিন হালদার নামে ওই দুষ্কৃতী। পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা। পরে ঢোলাহাট থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহত নেতার সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। এই ঘটনায় ISF-কে কাঠগড়ায় তুলছে ঘাসফুল শিবির। যদিও ISF-এর দাবি, লোকসভা ভোটে মথুরাপুরে তারা ভাল ফল করায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।