সমীরণ পাল, স্বরূপনগর (উত্তর ২৪ পরগনা): স্বরূপনগর সীমান্ত থেকে এক কোটি সাতাশ লক্ষ টাকা মূল্যের প্রায় ২ কেজি ৬ শো গ্রাম ওজনের ২৪ টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ।


বিএসএফের কাছে খবর আসে স্বরূপনগরের  আমুদিয়া সীমান্তের চিতারু গ্রামের দিক দিয়ে এক ব্যক্তি প্রচুর পরিমানে সোনা পাচার করছে।  সন্ধ্যা নাগাদ  মোটর সাইকেল করে ওই ব্যক্তিকে আসছিল।  বিএসএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে দাঁড়াতে বলে।  এরপরই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জওয়ানরা তাকে তাড়া করে ধরে ফেলে।ওই  ব্যক্তির মোটরসাইকেলের ফিল্টারের ভিতর থেকে ২৪ টি সোনার বিস্কুট উদ্ধার হয়।


ধৃতের নাম আজমল সানা।তার বাড়ি সীমান্তবর্তী দক্ষিণ তারালী গ্রামে।উদ্ধার হওয়া ২৪ টি সোনার বিস্কুটের ওজন ২ কেজি ৫৯৯  গ্রাম । যার বাজার বাজার মূল্য এক কোটি ২৭ লক্ষ ১১ হাজার টাকা।


কিছুদিন আগেই গত মাসের শেষের দিকে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চোরাচালানকারীদের ছক বানচাল  করে দিয়েছিল। টোটোতে করে বাংলাদেশে পাচারের আগেই  ৭.১ কেজি রূপার গহনা বাজেয়াপ্ত করেছিল বিএসএফ।  দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা একটি অটোরিকশার ভিতর থেকে ৭.১ কেজি ওজনের রূপার গহনা আটক করেছিলেন।   উত্তর ২৪ পরগনা জেলার  হাকিমপুর এলাকা দিয়ে  ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বিএসএফ জওয়ানরা এই রূপার গয়নাগুলি আটক করেন।সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন সেক্টরের কলকাতার জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে স্বরূপদা বাজার থেকে আন্তর্জাতিক সীমান্তের দিকে আসা রাস্তায় একটি বিশেষ অভিযান চালান। ঘটনার দিন বিকেল সোয়া পাঁচটা নাগাদ  প্রাপ্ত তথ্য অনুযায়ী জওয়ানরা একটি সন্দেহজনক ই-রিক্সা (টোটো) দেখতে পান।  ওই টোটো  হাকিমপুর চেকপোস্টের দিকে যাচ্ছিল। সীমান্ত রক্ষী বাহিনীর অ্যাম্বুশ পার্টি টোটো চালককে থামতে বলে।  এরইমধ্যে টোটো চালক ঘটনাস্থলে তার গাড়ি ছেড়ে ভারতীয় এলাকার দিকে পালিয়ে যায় ।    অ্যাম্বুশ পার্টির জওয়ানরা তার পিছু ধাওয়া করলেও  পাচারকারী  ঘনবসতি এবং ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তল্লাশি চালিয়ে টোটোর বিভিন্ন  জায়গায়  থেকে লুকোনো রূপার গহনা উদ্ধার করেন। সবমিলিয়ে ৭.১ কেজি রূপার গহনা উদ্ধার  করা হয়েছিল।  যার আনুমানিক মূল্য ৩,৫৬,৯৫০  টাকা।বাজেয়াপ্ত রূপার গয়নাগুলি তেতুলিয়ায় কাস্টম অফিসে  হস্তান্তর করা হয়।