সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এটিএমে ঢোকার মুখেই সিসিটিভি ক্যামেরা তাক করে ছুড়ে দেওয়া হল কাপড়। তারপরেই অন্ধকার। সেই সুযোগে, গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে লুঠ হয়ে গেল প্রায় পনেরো লক্ষ টাকা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। তদন্ত শুরু পুলিশের। এটিএমের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
কীভাবে লুঠ?
এটিএমে ঢোকার মুখে কাপড় দিয়ে মুড়ে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। নামিয়ে দেওয়া হয় শাটার। তারপরেই গ্যাসকাটার দিয়ে কাটা হয় এটিএম। রবিবার মধ্যরাতে এভাবেই এটিএম লুঠের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের বসুনগরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ১৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিল। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে টাকা তুলতে এসে বিষয়টি এক গ্রাহকের নজরে আসে। এটিএম মেশিন ভাঙা পড়ে রয়েছেন দেখেন তিনি। তারপরেই তিনি ডাকাডাকি শুরু করেন। তখনই বিষয়টি জানা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে।
কী বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ:
ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার সুমন কুমার ঝা বলেন, '১৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিল। গ্যাস কাটার দিয়ে কেটেছিল।' শহরের মাঝে এটিএম থেকে এত টাকা লুঠ হওয়ায় আতঙ্কে বাসিন্দারাও। শহরের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা তুলেছেন তাঁরা। দ্রুত শহরে নিরাপত্তা বৃদ্ধি করা হোক, প্রশাসনের কাছে দাবি তুলেছেন স্থানীয়রা।
মধ্যমগ্রাম পুরসভার তৃণমূল নেতা ও উপ পুরপ্রধান প্রকাশ রাহা বলেন, 'তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজের ওপর কাপড় জড়িয়ে দেওয়া হয়েছিল।' কীভাবে এত টাকা লুঠ হল? একজন না কি একাধিক দুষ্কৃতী জড়িত ঘটনায়? এটিএমের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: সাপের কামড়ে ট্যাবলেট খেলেই বাঁচবে জীবন, ট্রায়াল শুরু কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজেআরও পড়ুন: সাপের কামড়ে ট্যাবলেট খেলেই বাঁচবে জীবন, ট্রায়াল শুরু কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে