সমীরণ পাল, স্বরূপনগর:  সবুজ সাথীর ( Sabuj Sathi ) সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর চারঘাট গার্লস স্কুলের ঘটনা। গ্রেফতার অভিযুক্ত।

ভাইরাল ভিডিওর (Viral Video) মাধ্যমে ঘটনা জানাজানি হয়। ৮টি সবুজ সাথী সাইকেল ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন এক ভ্যান চালক। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, একেকটি সাইকেলের দাম পড়েছে ৩৭০ টাকা। প্রধান শিক্ষিকা এভাবে ধাপে ধাপে ৫০টি সবুজ সাথী সাইকেল বিক্রি করবেন বলে ওই ভ্যান চালক দাবি করেন।

স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এরপর প্রধান শিক্ষিকা রিঙ্কু দাসকে (Rinku Das) গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। বিয়ে হয়ে যাওয়ায় অনেকে সবুজ সাথী সাইকেল নেয়নি, তাই সেগুলি অন্যত্র সরানো হচ্ছিল, বিক্রির অভিযোগ অস্বীকার করে দাবি ধৃত শিক্ষিকার। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

এর আগে  ২০০ থেকে ২৫০ টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করে দেওয়ার ঘটনা সামনে আসে ।  নদিয়ার রানাঘাট-১ নম্বর ব্লকের তারাপুর অঞ্চলে এই ধরনের অভিযোগ ওঠে। এর সঙ্গে পড়ুয়াদের জড়িত থাকারও অভিযোগ ওঠে। অনেকে আবার দাবি করেন, দীর্ঘদিন স্কুলে না যাওয়ায় সাইকেল কাজে লাগছিল না বলেই ছাত্রীরা তা বিক্রি করে। একই ধরনের অভিযোগ ওঠে  নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। তবে এবার কাঠগড়ায় প্রধানশিক্ষিকা ! 

আরও পড়ুন :


West Bengal News and Live Updates: গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট এক ক্লিকেই


যাতায়াতের সুবিধের জন্য স্কুলের মাধ্যমে ছাত্রীদের সাইকেল দেয় রাজ্য সরকার। ২০১৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয় ‘সবুজসাথী’ প্রকল্প। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের সাইকেল দেয় রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প বিভিন্ন আন্তর্জাতিক সম্মান পেয়েছে। ২০২০ সালে আন্তর্জাতিক মঞ্চে ‘কন্যাশ্রী’র পর ‘সবুজসাথী’ বিশ্বসেরার পুরস্কার পায় WSIS এর তরফে। বিশ্বের বিভিন্ন দেশের নানা জনপরিষেবামূলক প্রকল্প নিয়ে প্রতিযোগিতায়  রাষ্ট্রপুঞ্জ অধীনস্থ সংস্থা World Summit on the Information and Society র তরফে দেওয়া হয় পুরস্কার। এর আগে, ২০১৭ সালে বিশ্বের ৬৩টি দেশের ৫৫২টি জনপরিষেবামূলক প্রকল্পের মধ্যে, ‘কন্যাশ্রী’ প্রকল্প বিশ্বের দরবারে সেরা করে বাংলাকে।