সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট (Fake Account) বানিয়ে, সাংসদ তহবিলের কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহ-র (Arjun Singh) প্রাক্তন আপ্তসহায়ক ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে।


স্কুলের উন্নয়নের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয় বলে অভিযোগ। এর পর সাংসদ তহবিলের ১ কোটি ৬৬ লক্ষ টাকা আত্মসাত করা হয়। অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্জুন সিংহ-র প্রাক্তন আপ্তসহায়ক ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অর্জুন সিংহ।


কয়েক মাস আগে জেলা প্রশাসনের তরফে জানা যায়, ব্যারাকপুর (Barrakpur) লোকসভার অন্তর্গত পাঁচটি স্কুলে অর্জুন সিংহ ও পবন সিংহের সাংসদ ও বিধায়ক তহবিল থেকে উন্নয়নের জন্য টাকা পৌঁছায়নি। সাংসদের প্যাডে টাকা দেওয়ার সুপারিশ পাওয়ার পর পলতার শান্তিনগরে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়। 


সেখান থেকে ওই টাকাগুলো অন্য অ্য়াকাউন্টে পাঠিয়ে আত্মসাৎ করা হ. ববে ই তদন্তে জানতে পারে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। এরপর ব্যারাকপুর কমিশনারেটের চারটি থানায় অভিযোগ দায়ের করা হয় জেলা প্রশাসনের তরফে। বিষয়টি জানার পর অর্জুন সিংহ অনির্বাণ সরকারের নামে ব্যারাকপুর কমিশনারেট অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অনির্বাণ সরকার ও ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ। তারা পুলিশ হেফাজতে রয়েছেন। 


তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ভুয়ো নথি দিয়ে স্কুলগুলোর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেন অনির্বাণ। তাকে সাহায্য করেন সেই সময়কার ব্যাঙ্ক ম্যানেজার। তারপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থেকে কাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেটা জানার চেষ্টা চলছে। 


ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় বড়সড় দুর্নীতি যোগ রয়েছে বলে সরব হয়েছে শাসকদ। তৃণমূলের অভিযোগ ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে। ঠিক একই কায়দায় বিদ্যালয়ের উন্নয়নের টাকার দুর্নীতিতেও যুক্ত সাংসদ অর্জুন সিংহ। এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি ব্যারাকপুরের বিজেপি সাংসদ। জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। বিজেপির দাবি, তাদের অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল।


আরও পড়ুন: Abhishek Banerjee On Election : ' নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত ' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়