সমীরণ পাল, বাগদা: আবাস যোজনায় (Awas Yojana) পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলায় হুমকির ভয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য। উত্তর ২৪ পরগনার বাগদায় এমনই অভিযোগ উঠল। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন তৃণমূল সদস্যের স্ত্রী। দুর্নীতি-যোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। 


হুমকির মুখে: আবাসে ঘর পাইয়ে দিতে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়েছেন ঠিকই কিন্ত সেই টাকা তুলে দিয়েছেন প্রধানের হাতে। এই অভিযোগ তোলার পর থেকেই তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। চাপের মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। 


খোদ প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ: আবাস-বিতর্কে এবারই খোদ প্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের তৃণমূল পরিচালিত বয়রা গ্রাম পঞ্চায়েতে আবাস-দুর্নীতির অভিযোগ উঠেছে। দলেরই প্রধান অসিত মণ্ডলের বিরুদ্ধে ঘরের জন্য টাকা নেওয়ার অভিযোগ তোলেন তৃণমূল সদস্য দিলীপ দাস। তৃণমূল সদস্যের অভিযোগ, এরপরই তিনি প্রধানের রোষের মুখে পড়েন। 


প্রধানের অনুগামীরা তাঁকে হুমকি দিতে শুরু করেন। ভয় পেয়ে শুক্রবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তৃণমূল সদস্য। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সদস্যের স্ত্রী।


 তৃণমূলকে নিশানা বিজেপির: পঞ্চায়েত ভোটের আগে এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসকদল। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলছেন, প্রধান এখনও পর্যন্ত অ্যারেস্ট হল না। মেম্বার আত্মহত্যার চেষ্টা করল। প্রধানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পঞ্চায়েত ভোটের আগে আবাস-দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠছে। এবার বাগদায় আবাস-বিতর্কে তৃণমূল সদস্যের আত্মহত্যার চেষ্টার অভিযোগ ওঠায় তোলপাড় রাজনীতি। 


ঘর চেয়ে ঘরকন্না: অন্যদিকে আবাস যোজনায় আরও এক দুর্নীতি প্রকাশ্যে। নাম আবাস তালিকায় (Awas Yojana List) উঠলেও, টাকা ঢুকেছিল তৎকালীন তৃণমূল বুথ সভাপতির অ্যাকাউন্টে। এই অভিযোগ তুলে আবাস যোজনার (Awas Yojana List) টাকা হাতে পেতে অভিনব প্রতিবাদ দেখালেন ঝাড়গ্রামের শিলদার দম্পতি। তাঁদের দাবি, পুরো টাকা না পাওয়ায় বাড়ির কাজ শেষ করতে পারেননি। তাই এইভাবে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 


চৌকাঠ পেরিয়েই রাখা গ্যাস সিলিন্ডার, রান্নার সরঞ্জাম। সিঁড়ির কাছে চলছে সবজি কাটা, রান্নাবান্না। পঞ্চায়েত অফিসের ভিতরেই সংসার। আবাস যোজনার পাওনা বকেয়া টাকা না পাওয়ায় এভাবেই প্রতিবাদ দেখালেন ঝাড়গ্রামের (Jhargram) শিলদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মণিকাঞ্চন দত্ত ও তাঁর স্ত্রী মিনতি দত্ত। 


পঞ্চায়েত অফিসের (Panchayet Office) ভিতরে করলেন রান্না। মাদুর পেতে বসে থাকলেন দিনভর। অভিযোগকারীদের দাবি, ২০১৭-২০১৮ সালে মণিকাঞ্চনের নাম আবাস যোজনার (Awas Yojana List) তালিকায় ওঠে। কিন্তু তৎকালীন তৃণমূল বুথ সভাপতি পঞ্চানন দত্তের অ্যাকাউন্টে টাকা ঢোকে বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, টাকা ঢোকার কথা স্বীকারও করে নিয়েছিলেন তৎকালীন তৃণমূল বুথ সভাপতি।