সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ৭ দিনের ব্যবধানে ফের হামলা বিরিয়ানির দোকানে। পুলিশ সূত্রে দাবি, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ডি বাপির বিরিয়ানির দোকানে আজ তিনজন আসেন ক্রেতা সেজে। দোকানে ঢুকে তাঁরা নিজেদের মধ্যে ঝামেলাদোকানের এক কর্মীকে গালিগালাজ করে বাইরে ভাঙেন ঠান্ডা পানীয়র বোতল। ঘটনায় ৩ জনের মধ্যে ২ জনকে আটক করেছে পুলিশ।
সেই ডি বাপির বিরিয়ানির দোকানে ফের হামলা। মাঝে ব্যবধান ৭ দিন। গত সোমবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এই দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটে। আহত হন দোকানের এক কর্মী ও ক্রেতা।
মঙ্গলবার ফের হামলা হল সেই দোকানেই। পুলিশ সূত্রে দাবি, এদিন দুপুরে বিরিয়ানির দোকানে ক্রেতা সেজে আসেন তিনজিন। তারপর তাঁরা নিজেদের মধ্যে দোকানের মধ্যেই ঝগড়া শুরু করে দেন। সেই সময় দোকানের এক কর্মী আপত্তি জানাতে গেলে, তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ।
এরপর দোকানের বাইরে গিয়ে তাঁরা একটি ঠান্ডা পানীয়ের বোতল আছড়ে ভাঙেন। ঘটনাস্থলের কাছেই ছিল মোহনপুর থানার টহলদার গাড়ি। পুলিশ অভিযুক্ত তিনজনের মধ্যে ২ জনকে আটক করে। একজন পালিয়ে যায়।
আগের শ্যুটআউটের রেশ কাটতে না কাটতেন এদিনের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে দোকানের কর্মীদের মধ্যে। শ্যুটআউট কাণ্ডে এখনও মূল হামলাকারীরা ধরা না পড়লেও অভিষেক ঝা ও রাজীব বর্মা নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
একই দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল
ব্যারাকপুরে (Barrackpore) ভিড়ে ঠাসা বিরিয়ানির (Biriyani) দোকানে শ্যুটআউট (Shootout)। বিরিয়ানি দোকানের কর্মী ও ১ গ্রাহক গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায়। ব্যারাকপুর-বারাসাত (Barasat) রোডের মোহনপুরে শ্যুটআউটটি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ‘বিরিয়ানি দোকান লক্ষ্য করে বাইকআরোহী ৩ দুষ্কৃতীর হামলা। হেলমেট পরে ছিল ১ দুষ্কৃতী, ৩জনই পরে ছিল কালো টিশার্ট। রাস্তার উল্টো দিক থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট। বিরিয়ানির দোকানে হামলা নিয়ে এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। এলোপাথাড়ি গুলিতে আহত দোকানের কর্মী প্রদীপ সিংহ। কেন হামলা? সিসি ফুটেজের সূত্র ধরে তদন্তে মোহনপুর থানার পুলিশ। ব্যারাকপুরের দিক থেকে এসে হামলা চালিয়ে বারাসাতের দিকে পালায় দুষ্কৃতীরা।