সমীরণ পাল, শিবাশিস মৌলিক এবিপি আনন্দ, চাকলা (উত্তর ২৪ পরগনা): বাংলা আবাস যোজনায় (Awas Yojana) ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি (Cutmoney)! ৩০ হাজার টাকা কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল। চাকলায় (Chakla) তৃণমূল (TMC) গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধানের।


‘অনেকদিন ধরেই দুর্নীতিগ্রস্ত, অপসারণের দাবি জানিয়েছি’ গ্রাম পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবি দলেরই পঞ্চায়েত সদস্যের। ‘জেলাস্তরে আলোচনা চলছে, জেলা নেতৃত্ব যা বলার বলবে’ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল (TMC) ব্লক সভাপতির।


প্রধানমন্ত্রী (PM) আবাস যোজনার সুবিধা পেতে হলে, দিতে হবে ঘুষ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। এ সংক্রান্ত একটি ভাইরাল ভিডিও ঘিরে চড়ছে রাজনীতির পারদ। 


দু’সপ্তাহ আগেই তাঁর বিরুদ্ধে উঠেছিল লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আর, এবার এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে, প্রধানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন এক গ্রামবাসী। অভিযোগকারী, চাকলা গ্রাম পঞ্চায়েতের কাহার পাড়ার বাসিন্দা প্রদীপ কাহার। তাঁর দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় তাঁর নাম ছিল। কিন্তু, পঞ্চায়েত প্রধান চক্রান্ত করে সেই তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে দিয়েছেন।


প্রদীপ কাহারের আরও দাবি, BDO অফিস থেকে সেকথা জানতে পারেন তিনি। এরপর ফের পঞ্চায়েতে আবেদন জানান।অভিযোগ, তখনই ৩০ হাজার টাকা ঘুষ চান তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। 


অভিযোগকারীর দাবি, দু দফায় ১৫ হাজার করে টাকা প্রধানের বাড়িতে দিয়ে আসে তাঁর ছেলে।তখনই এই ভিডিও তোলা হয় বলে দাবি। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই, পঞ্চায়েতের অন্দরেও জমছে ক্ষোভ। প্রধানকে বরখাস্তের দাবি তুলেছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। 


আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘অনুপ্রবেশ’, সিট গঠন করে তদন্ত শুরু লালবাজারের