সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এলাকারই এক যুবকের বিরুদ্ধে এলোপাথাড়ি মারধরের অভিযোগ আনলেন কামারহাটির (kamarhati) এক যুবক। ভাইরাল হয়েছে সেই মারধরের ভিডিও (video)। অভিযোগ কামারহাটি (kamarhati) গলিঘাট এলাকার বাসিন্দা বছর ২১ এর ওম প্রকাশ ঠাকুরের। তাঁর অভিযোগ যে জয়ন্ত সিংহ নামে এক যুবকের ছবিতে কিছু মন্তব্য করেছিল ওমপ্রকাশ। এরপরই রাতে যখন ওই যুবক কাজে নাইট গার্ডের কাজে যাচ্ছিল, সেই সময় আরিয়াদহ পাঠবাড়ি লাইন এলাকায় জয়ন্ত তাঁর দলবল নিয়ে এসে  তাঁকে ফেলে মারধর করে। এরপর আক্রান্ত যুবককে আশঙ্কা জনক অবস্থায় সাগরদত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁর। অভিযোগ বন্ধুকের বাট দিয়ে মারধর করা হয়। বেলঘরিয়া থানায় লিখত অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে দুষ্কৃতীরা পলাতক।


এদিকে, শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত দুর্গাপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। বীরভূম জেলার সাঁইথিয়া থেকে তাদের গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ। 


 


পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে তারক নাথ সাহা, বরুণ ঘোষ ও বিষ্ণু দলুই-এই তিন জনের বাড়ি কান্দি থানার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে। এছাড়া অপর এক ধৃত সপ্তম ঘোষ কান্দি থানার রুপপুরের বাসিন্দা।। তাদের বিরুদ্ধে ৩০২, ১২০বি, ২৫, ২৭ আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে।


 


প্রসঙ্গত, আত্মীয়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন কান্দির আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা সাহার স্বামী নেপাল সাহা। সেই সময় রাস্তায় তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কান্দি থানার (Kandi in Murshidabad) অন্তর্গত এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত নেপাল সাহার এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিতি ছিল। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের।


আরও পড়ুনঃ বক্সায় গড়ে উঠবে পর্যটন ব্যবসা, জঙ্গল সংলগ্ন এলাকা থেকে ২৩৪টি পরিবারকে অন্যত্র সরানোর ভাবনাচিন্তা