সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। অশোকনগর (ashok nagar) কল্যাণগড়ের সবচেয়ে বড় সবজি বাজার কল্যাণগড় বাজার। সেখানে সকাল থেকেই মানুষের ভিড়। কয়েক হাজার মানুষ এই বাজারে টাটকা শাক সবজি কিনতে জড়ো হন প্রতিদিন। করোনার এই ভয়াবহ অবস্থার মধ্যেও দেখা গেল চূড়ান্ত অসচেতনতার ছবি। ক্রেতা বিক্রেতা কারো মুখেই মাস্ক নেই।  আর হাতে গোনা যারা মাস্ক পড়ে এসেছেন আতঙ্কিত তাঁরাও। করোনার ওপর আবার ওমিক্রনও তার দাপট দেখাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্য়ে আক্রান্তের সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই সাধারণ মানুষ ও ক্রেতা-বিক্রেতার মধ্যে। এলাকার সাধারণ মানুষদের দাবি প্রশাসন, পুলিশ সচেতন না হলে কিছুতেই মাস্ক পড়বেননা ক্রেতা-বিক্রেতা কেউ। তাই প্রশাসনের উচিত অবিলম্বে এই বাজারে নজরদারি বাড়ানো ও করা ব্যবস্থা নেওয়া। 


এদিকে, কলকাতার হাজরার (Hazra) চিত্তরঞ্জন সেবাসদনে (Chittaranjan Seva Sadan) বাড়ল করোনা আক্রান্তের (Covid-19) সংখ্যা। এখনও পর্যন্ত ২৪ জনের শরীরে মিলেছে সংক্রমণ। এঁদের মধ্যে ২৩ জনই চিকিত্সক, একজন নার্সিং স্টাফ। এই পরিস্থিতিতে চিকিত্সা পরিষেবা স্বাভাবিক রাখতে চিকিত্সকদের তিনটি দল তৈরি করা হয়েছে। ডিউটির সময়সূচি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হাসপাতালের পরিষেবা থমকে না যায়। সূত্রের খবর, আজ কলকাতার পাঁচটি বড় বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের ভর্তির হার দ্বিগুণ হয়ে গিয়েছে।


ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে অনেকটাই বাড়ল করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।   
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ২৭ হাজার ৫৫৩ জন। গতকালের পরিসংখ্যান অনুযায়ী,  দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ৭৭৫।   



রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০৬।  রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৪।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৩২ জন।   দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে।