সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুলের মাঠে বসে প্রকাশ্যে চলছিল মদের আসর। বাধা দিতে গেলে পাল্টা পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের মধ্যে একজন আবার স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। শিক্ষকের সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর দুজন বন্ধুও। এমন ঘটনা ঘিরে শোরগোল উত্তর ২৪ পরগনার (North 24 pargana) বাগদায়। আজ ধৃত তিনজনই অবশ্য আদালত থেকে জামিন পেয়েছেন। গোটা ঘটনায় সরগরম উত্তর ২৪ পরগনার বাগদা। 


কী ঘটেছিল:
রবিবার সন্ধেয় বাগদার একটি স্কুলের মাঠে বসে মদ্যপান করছিলেন ৩ জন। অভিযোগ, টহলরত পুলিশ কর্মীরা তাঁদের চ্যালেঞ্জ করলে, পাল্টা তর্ক জুড়ে দেন সরকারি স্কুলের ওই শিক্ষক প্রীতম মণ্ডল। পুলিশ সূত্রে দাবি, এরপর প্রকাশ্যে মদ খাওয়া ও অভব্য আচরণের জন্য ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাঁর ২ বন্ধুকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, তখন অবশ্য হুঁশ ছিল না ওই শিক্ষকের।


হাজতে হুঁশ:
হাজতে যাওয়ার পর হুঁশ ফেরে শিক্ষকের! ভুল স্বীকার করে নেন তিনি। বনগাঁ (Bongaon) মহকুমা আদালত থেকে ৩ জন জামিন পান। বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রসেনজিত্‍ বিশ্বাস বলেন, 'শিক্ষক এবং বাকি দুজন জামিন পেয়েছেন। পুলিশ যা করার করেছে।'


মদ্যপানের অভ্যাসের বিরোধিতা করে একাধির জায়গায় সচেতনতা প্রচার চলে। সেখানে একজন স্কুল শিক্ষক কীভাবে এমন আচরণ করলেন তা নিয়ে হতবাক এলাকায় বাসিন্দারা। বেশ কয়েকজন ক্ষোভও প্রকাশ করেছেন। এছাড়া খোলা মাঠে এমন ভাবে মদ্যপানের আসর রোখার জন্য পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খোলা মাঠে এভাবে মদ্যপানের আসর বসলে তা এলাকার নিরাপত্তার জন্যও অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন স্থানীয়রা।স্কুলের মাঠে কেন নজরদারি থাকবে না সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। 


আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের