সমীরণ পাল, দত্তপুকুর: আর্থিক প্রতারণার (Money Fraud) ঘটনা লেগেই রয়েছে। রোজ নিত্য নতুন কায়দায় প্রতারণা করছে দুষ্কৃতীরা। আর সামান্য ভুল করে বসলেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে টাকা। এবার ব্যাঙ্ক মানেজারের পরিচয় দিয়ে সরাসরি ওটিপি (OTP) না জানতে চাওয়া হলেও কায়দা করে চার সংখ্যার ওটিপি নম্বর জেনে এক বৃদ্ধের অ্য়াকাউন্ট থেকে প্রায় ৯৮ হাজার টাকা তুলে নিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Duttapukur)।
সূত্রের খবর, এদিন দত্তপুকুরের বাসিন্দা ওই বৃদ্ধের কাছে একটি ফোন আসে। যেহেতু সমস্ত ব্যাঙ্কের পক্ষ থেকে আগে থেকেই বহুবার গ্রাহকদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে যে, চার সংখ্যার ওটিপি নম্বর কিংবা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও গোপন তথ্য কাউকে না দিতে, তাই এবার কৌশলে বৃদ্ধের থেকে ওটিপি জেনে নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয় দিয়ে ওই বৃদ্ধকে দুষ্কৃতীরা সরাসরি ওটিপি দিতে বলা হয়নি। বরং তাঁকে দুষ্কৃতীরা বলে যে, তারা নতুন একটি ওটিপি নম্বর দিচ্ছে। বৃদ্ধের ফোনে যে ওটিপি নম্বর গিয়েছে তার সঙ্গে নতুন চার সংখ্যার ওটিপি নম্বর যোগ করে জানাতে। বৃদ্ধ দুষ্কৃতীর সেই কথায় বিশ্বাস করে ওটিপি নম্বর বলে দিতেই তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় আটানব্বই হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পুলিশ গোটা ঘটনাটা খতিয়ে দেখছে।
Barasat: দিনেদুপুরে লক্ষাধিক টাকার সোনার গয়না ডাকাতি হৃদয়পুরে, সম্মোহন করার দাবি দোকানদারের
ঘটনায় বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। দত্তপুকুর থানায় গোটা ঘটনাটা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বারাসাত সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ জানিয়েছেন। তাঁরা আরও অভিযোগ তুলেছেন যে, গোটা বিষয়টা ব্যাঙ্কে জানানো হলেও তাদের পক্ষ থেকে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। এমনকি তারা বিষয়টাকে গুরুত্বই দেয়নি। অপরদিকে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, বারবার তারা গ্রাহকদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হলেও তাঁরা একই ভুল করছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বারবার গ্রাহকদের এই সমস্ত অচেনা নম্বরের ফোনে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য না দেওয়ার আর্জি জানিয়েছে। এমনকি ব্যাঙ্ক কখনওই কারও ওটিপি নম্বর জানতে চায় না বলেও জানিয়েছে। তারপরও একই পদ্ধতিতে বারবার দুষ্কৃতীদের প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। প্রতারকরা সরাসরি ওটিপি নম্বর না জানতে চেয়েও নতুন কায়দায় পিন নম্বর জেনে নেওয়ার ছক কষছে বলে সতর্ক করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
North 24 Pargana: অর্জুন সিংহের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দিলীপের নিশানায় তৃণমূল
প্রসঙ্গত, ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় রোজই নিত্যনতুন উপায় বের করছে দুষ্কৃতীরা। কখনও ম্যানেজারের নাম করে ফোন করে তথ্য চাওয়া হচ্ছে। তো কখনও অন্য পদ্ধতিতে গ্রাহকদের বিশ্বাস অর্জন করছে তারা। আর সেই প্রতারণার শিকার হচ্ছেন মূলক প্রবীণ নাগরিকরা।