সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি। সকাল ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। নেপথ্যে তৃণমূলের হাত, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। রাজনৈতিক কারণ? নাকি অন্য কোনও কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 


বিজেপি সাংসদের বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ট্যুইট, 'পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণ নেই। সকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির বাইরে বোমা বিস্ফোরণ। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিক। আগে থেকেই প্রশ্ন ছিল, সাংসদের নিরাপত্তা নিয়ে।'


 






গত মাসেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিবিআই তদন্তের মধ্যেই নতুন একটি ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছিলেন অর্জুন সিংহ। জগদ্দলে আক্রান্ত হন এক ব্যক্তি। আহতকে বিজেপি কর্মী বলে দাবি করে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।


কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্ত শুরু করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।


এই পরিস্থিতিতে নতুন একটি ঘটনায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন ব্য়ারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। জগদ্দলের পাল ঘাট রোড এলাকায় আক্রান্ত হন রোহিত সাউ ওরফে বান্টি।