সমীরণ পাল, গোপালনগর: আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন গোপালনগরের রামশঙ্করপুরের বাসিন্দা জয়ন্ত বিশ্বাস। খুশিতে মিষ্টি খাওয়ালে তাঁর স্ত্রী। ২ বছর ৬ মাস আগে আমেরিকান আর্মিদের রান্নার করার কাজে গিয়েছিলেন গোপালনগর রামশঙ্করপুরের বাসিন্দা জয়ন্ত বিশ্বাস। তালিবানরা আফগানিস্তান দখলের পরই ভারতীয়দের ফেরানো শুরু হয়। রামশঙ্করপুরের ৪ বাসিন্দা আটকে ছিল আফগানিস্থানে। আগে তিনজন ফিরে এসেছিলেন। পরবর্তীতে ২৬ শে অগাস্ট কাবুল থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে দিল্লিতে নিয়ে আসা হয় জয়ন্তকে। ১৪ দিন কোয়ারিন্টিন থাকার পরে বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে ফেরেন, খুশি পরিবারের সদস্যরা। জয়ন্ত বিশ্বাস বাড়িতে ফেরার স্ত্রী মল্লিকা বিশ্বাস খুশিতে মিষ্টি খাইয়ে দেয় তাঁকে।
বাড়িতে ফিরে জয়ন্ত বিশ্বাস জানালো দায়বদ্ধতার কারণেই হাজার হাজার আমেরিকান আর্মি দের খাবার তৈরি করতে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে ছিলেন । আমেরিকান সৈন্যরা এখন ডাকলেও তিনি আফগানিস্থানে যেতে প্রস্তুত। বাড়িতে ফেরাতে পরিবারের সকলেই খুশি। তালিবানদের ব্যবহার খারাপ। তালিবানদের ভয়ে বিমানবন্দরে আফগানিস্তান বাসিন্দাদের ছোটাছুটি নিজে চোখে দেখেছেন জয়ন্ত।
কিছুদিন আগেই একটি খবর শোরগোল ফেলে দিয়েছিল। আফগানিস্তানের সদ্য প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রীর কলকাতা যোগ। কাবুলের ভয়াবহ পরিস্থিতিতে ফোন করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। গত বছর এসেছিলেন কলকাতাতেও। কাবুল দখলের পরেই নিজের আসল রূপ ধারণ করেছে তালিবান। সময় যত এগোচ্ছে, তালিবানের অত্যাচারের মাত্রাও তত বাড়ছে।
এই পরিস্থিতিতে তালিবানিদের হাতে নিরীহ দেশবাসীকে ফেলে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। কিন্তু তাঁর আমলে যেসব মন্ত্রীরা ছিলেন, তাঁরা এখন কী অবস্থায়? কেমন আছেন? এই সব প্রশ্নগুলো যখন উঠছে, তখন সে দেশের উচ্চশিক্ষামন্ত্রীর ফোন এসেছে কলকাতায়। আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী তাঁর অবস্থান যাঁকে জানিয়েছেন, তিনি রবীন্দ্রভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, উচ্চশিক্ষামন্ত্রী আবদুল তাওয়াব বালাকারজাই এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে পাস করেছেন। কান্দাহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন তিনি। কান্দাহার বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ ও পরিবেশপ্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।