সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। জখম হয়েছে ১০ বছরের এক বালক। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
প্রথমে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এর খানিক্ষণ পর উদ্ধার হয় আরও একটি বোমা, ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাটি খুঁড়ে মজুত বোমার তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। গুরুতর জখম ১০ বছরের এক বালক। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। মজুত বোমা ফেটেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের।
রাজ্যে একাধিকবার বোমবাজি হোক, কিংবা বোমা উদ্ধার, মর্মান্তিক ঘটনাক সাক্ষী থেকেছে বাংলা। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আগেও দুর্ঘটনা ঘটেছে। আতঙ্কে বুকধুকপুক, উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন। অগাস্ট মাসে আমতা চন্দ্রপুর এলাকা থেকে ১৫ থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করে আমতা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আমতার চন্দ্রপুর গ্রামে ঝোপের মধ্যে দুটি প্লাস্টিকের ড্যামের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি। গোপন সুত্রে খবর পেয়ে আমতা চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমগুলি উদ্ধার করে। খবর দেওয়া হয় সিআইডি-র বোম স্কোয়াডকে। চন্দ্রপুরের একটি ফাঁকা মাঠের মধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বোম স্কোয়াড।
আরও পড়ুন, আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ ইডি-র
প্রসঙ্গত, রাজ্যে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বাইশ সালের জুলাই মাসে ভাটপাড়ায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে উদ্ধার হয়েছিল ৫০টি তাজা বোমা।সম্প্রতি উত্তর ২৪ পরগনার জগদ্দল স্টেশনে রেল লাইনে বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তাজা বোমাও। ঘটনার পর একজনকে গ্রেফতার করে রেল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, জগদ্দল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে মদ্যপান করছিলেন চার যুবক। তখন তাদের সরিয়ে দেয় জিআরপি। কিছুক্ষণ পরই, রেল লাইনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আশপাশের লোকজন ছুটে গিয়ে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-জগদ্দল এলাকায় বারংবার এহেন ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। তবে যদিও এখন শুধুই আর সেটা ভাটপাড়ায় থেমে নেই, বোমা উদ্ধার বাইশে রাজ্যের জেলায় জেলায়।