সমীরণ পাল, ব্যারাকপুর : একই ওয়ার্ডে তৃণমূলের (TMC) দুই প্রার্থীর প্রচার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ৩ নম্বর ওয়ার্ডে একদিকে তৃণমূল প্রার্থী আইনজীবী সুতপা দত্তর নামে চলছে দেওয়াল লিখন। আরেক দিকে ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসের পুত্রবধূ তৃণমূল প্রার্থী সন্দীপা বিশ্বাসের নামে পোস্টার লাগানো হয়েছে।
একই ওয়ার্ডে দলের দুই প্রার্থীর প্রচার কেন? কে তবে প্রার্থী ? এই প্রশ্ন ঘিরে অস্বস্তিতে তৃণমূল। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দলের জেরেই এই ঘটনা। যদিও তৃণমূল নেতা ও পুর প্রশাসকের দাবি, দলের দুটি প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ায় এই বিভ্রান্তি। দ্রুত এই সমস্যা মেটানো হবে।
অন্যদিকে, পুরভোটের আগে এবার গোবরডাঙায় প্রার্থী বিক্ষোভ। টিকিট না পেয়ে দল ছাড়ার ঘোষণা তৃণমূল নেতা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী করেছে গৌতম চক্রবর্তীকে। এতেই ক্ষুব্ধ হয়ে গতকাল দলত্যাগ করার কথা জানান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। তাঁর সমর্থনে স্লোগানও দেন তৃণমূল কর্মীদের একাংশ। ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিও তোলেন তাঁরা। এ নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি
অন্যদিকে, পুরভোটে টিকিট না পেয়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা। সম্পর্কে তিনি অর্জুন সিংয়ের আত্মীয়। ২০১৯-এ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন সঞ্জয় সিং। নির্বাচনে না দাঁড়ালেও তাঁকে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর করা হয়। কিন্তু এবারের পুরভোটে টিকিট না পেয়ে গতকাল কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা। পুরভোটে প্রার্থী হওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলত্যাগী নেতার। বিজেপির চর হিসেবে দলে ছিলেন, তাই টিকিট মেলেনি, পাল্টা দাবি তৃণমূলের।
হাওড়াতেও তৃণমূলের প্রার্থী-ক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়া (Howrah) গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বিধায়ক সমীর পাঁজা।
২৭ ফেব্রুয়ারি উলুবেড়িয়া পুরসভার নির্বাচন (Municipality 2022)। প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। প্রার্থী বাছাই নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, রাতের অন্ধকারে ৩-৪ জন মিলে তালিকা তৈরি করেছে বলে দাবি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের। দলের জেলা চেয়ারম্যানের পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।