সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দোলের (Holi 2022) সকালে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট (Basirhat News)। সেখানে আরপিএফ-এর এক এসআই এবং কনস্টেবলের (RPF Personnel Attacked) উপর হামলার অভিযোগ। একদল দুষ্কৃতী তাঁদের মারধর করে বলে দাবি। যদিও আরপিএফ-এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও সামনে এসেছে (Alleged Firing by RPF)। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি এখনও পর্যন্ত।


শুক্রবার বসিরহাট স্টেশন সংলগ্ন (North 24 Parganas News) এলাকায় এ দিন অশান্তি মাথাচাড়া দেয়। সেখানে আরপিএফ-এর এক এসআই এবং কনস্টেবলের উপর একদল দুষ্কৃতী চড়াও হয় এবং তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই হাতাহাতি এবং ধস্তাধস্তির সময় আরপিএফ গুলি চালায় বলেও অভিযোগ উঠেছে। আরপিএফ যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে।  


তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত বসিরহাট থানায় এ নিয়ে দু’পক্ষের কারও তরফেই কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ যদিও জানিয়েছে, স্থানীয় কয়েক জনের সঙ্গে দুই আরপিএফ কর্মীর গন্ডগোল শুরু হয়। তার জেরেই হাতাহাতি শুরু হয়। তাতে আরপিএফ-এর দুই কর্মী অল্প-বিস্তর চোট পান। বসিরহাট জেলা হাতালে তাঁদের চিকিৎসার জন্য পাঠানো হয়।


আরও পড়ুন: Bankura News: মাইক বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের তুমুল সংঘর্ষ, জখম ৭


শুক্রবার রাজ্য জুড়ে দোল উৎসব পালিত হলেও দফায় দফায় হিংসা এবং অশান্তির ঘটনা উঠে এসেছে। বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে ঝামেলা চরমে ওঠে। বচসা, হাতাহাতি থেকে গুলিও চলে। তাতে মৃত্যু হয় এক ব্যবসায়ীর। অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেন।


বেলুড়ে আবার চিকিৎসা করাতে এসে মত্ত অবস্থায় হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে একদল যুবেকর বিরুদ্ধে। বিনা প্ররোচনায় হাসপাতালের নার্স, চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ থেকে ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে। তাতে কার্যত লন্ডভন্ড অবস্থা হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের। অন্য দিকে, মাইক বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা জানা ঘটে বাঁকুড়ার সোনামুখী থানার রামচন্দ্রপুর গ্রামে। তাতে জখম হন সাত জন।