সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগণা : কার্তিক মাসের পূর্ণিমা (Kartik Purnima 2022 )। উত্তরভারতে দেব দীপাবলি ( Dev Deepaboli 2022 ) । সারা ভারতে গুরু নানকের জন্মদিবস উদযাপন। আর বাংলার মাটিতে রাস উৎসব ( Rash Utsav 2022 ) ।  আর এই উৎসবকে কেন্দ্র করেই বাংলার বিভিন্ন জায়গায় মেলা বসে। তেমন মেলা বসে দত্তপুকুরে। প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়ে গেছিল, মাঠে বসে গেছিল নাগরদোলা। কিন্তু, দত্তপুকুরের কাশিমপুরে, তৃণমূলের বিবাদের জেরে বন্ধ হয়ে গেল ঐতিহ্যশালী রাসমেলা। কাশিমপুর এলাকায় নিবাধুই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

অভিযোগ,  তৃণমূলের বিবাদের মাঝে পড়ে প্রচুর টাকা লোকসান হল ব্যবসায়ীদের। হতাশ রাস উপলক্ষ্যে মেলায় আসা ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে খবর, দত্তপুকুরের কাশিমপুর এলাকায় নিবাধুই স্কুল মাঠে রাসমেলা করে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সমর্থকরা। তাঁদের অভিযোগ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ফ্যান ক্লাব নামে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে মাটি দখল করে রেখেছে। এনিয়ে, শনিবার দত্তপুকুর থানায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সমর্থকরা ডেপুটেশন জমা দিতে গেলে, অশান্তি বাঁধে। অভিযোগ, সেসময় অর্জুন সিং ফ্যান ক্লাবের সদস্যরা তাঁদের গালিগালাজ করে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। বোমাবাজিও হয় বলে অভিযোগ। সূত্রের খবর, তার জেরে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে দত্তপুকুর থানার পুলিশের তরফে। মেলা বন্ধের আবেদন জানানো হয়। সূত্রের খবর, পুলিশের তরফে জানানো হয়, মেলা হলে, আরও অশান্তি, গন্ডগোল হতে পারে। এরপরই, নিবাধুই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। 


রাসমেলা বন্ধ করা নিয়ে দু’ পক্ষই একে অপরের দিকে আঙুল তুলেছে। মেলার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই, কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলে কোনও গোষ্ঠী নেই, আগেই অভিযোগ উড়িয়েছে শাসকদল। 


অন্যদিকে, মঙ্গলবার থেকে কোচবিহার শহরে শুরু হচ্ছে রাসমেলা। ২০ দিন ধরে মেলা চলবে। ঐতিহ্যবাহী রাস উৎসবে মেতেছে পটাশপুরের পঁচেটগড়! রাজবাড়ির এই রাস উৎসব প্রায় ৫০০ বছরের পুরনো। এখনও জাঁকজমক করে উত্‍সব পালন হয়। রাজবাড়ির পাশেই বসে মেলা। ১৭ নভেম্বর পর্যন্ত চলবে রাস মেলা।