আমডাঙা: চোর সন্দেহে গণপিটুনি যুবককে এমনকি কেটে দেওয়া হল তাঁর চুল। উত্তর ২৪ পরগনার আমডাঙার রামপুর বাজারের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে রামপুর বাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গিয়েছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। গতকাল মোবাইল চোর সন্দেহে এক যুবককে আটকে রেখে মারধর করে উত্তেজিত জনতা। কেটে দেওয়া হয় চুল। তবে জানা গিয়েছে পুলিশ আসার আগেই পালিয়ে যায় ওই যুবক। গণপিটুনির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে আমডাঙা থানার পুলিশ। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


অন্যদিকো রাস্তায় চট শুকোনোকে কেন্দ্র করে কালনার খরিনানে প্রতিবেশীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থা ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় চট শুকোতে দিয়েছিলেন ওই যুবকের বৌদি। এই নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বৌদিকে মারতে যাওয়ায়, প্রতিবাদ করেন যুবক। তার জেরে অভিযুক্ত প্রতিবেশী ধারাল অস্ত্র দিয়ে যুবককে কোপাতে শুরু করে। হাতে আঘাত পান যুবক। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ।