সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: পুরভোটের আগে বারাসতে ফের বিজেপিতে ভাঙন। চিকিৎসক, আইনজীবী সহ প্রায় ৫০০ জন বিজেপি (bjp) কর্মী এবার তৃণমূলে (tmc) যোগ দিলেন। বারাসাতের (barasat) তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচি হয়ে গেল। তৃণমূল বিধায়কের বক্তব্য, উন্নয়নের যজ্ঞে সামিল হতেই সবাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বারাসাত পুরসভার ৩৫টি ওয়ার্ড থেকে মোট ৬০০ জনের মতো এদিন তৃণমূলে যোগ দিলেন। 


এদিকে, কলকাতা পুরভোটের ফল (KMC Election 2021) ঘোষণার পরদিনই, রাজ্য বিজেপিতে বিরাট  রদবদল হল !! সাধারণ সম্পাদকের তালিকা থেকে বাদ যান সায়ন্তন বসু (Sayantan Basu)। এই বদলের অভিঘাত কী, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এরই মধ্যে জল্পনা বাড়াল একটি ঘটনা। বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি নেতা।

রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরেই সায়ন্তন বসুর বাড়িতে হাজির হল তৃণমূল নেতৃত্ব। পুরভোটের ফল বেরনোর পরেই গতকাল বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়। নতুন কমিটি থেকে বাদ পড়েন সায়ন্তন বসু। এরপর রাতে তাঁর বাড়িতে যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। এই নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও সায়ন্তনের দাবি, সমীর চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যেই তিনি বিজেপি নেতার বাড়িতে আসেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এছাড়াও , যা রদবদল হল বিজেপিতে তা হল - 



  • যুব মোর্চার সভাপতির পদ থেকে সরানো হল সৌমিত্র খাঁ-কে।

  • মহিলা মোর্চার সভাপতি পদেও অগ্নিমিত্রা পালের জায়গায় আনা হল নতুন মুখ।

  • সাধারণ সম্পাদকের তালিকা থেকে বাদ গেলেন সায়ন্তন বসু।

  • সহ সভাপতির তালিকা থেকে বাদ পড়লেন বিজেপির পুরনো মুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

  • কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার।

  • সহ সভাপতির পদ থেকে সরিয়ে তাঁকে মুখপাত্র করা হয়েছে।

  • বিজেপির মুখপাত্রর তালিকায় জায়গা পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

  • এবছর এরাজ্যের একের পর এক নির্বাচনে, বিজেপি কার্যত কোনও দাগই কাটতে পারেনি।

  • বিধানসভা নির্বাচনে দু’শো আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে, সাতাত্তরটি আসন আসনে জেতে বিজেপি।

  • তারপর ভবানীপুর-সহ সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একটিতেও জিততে পারেনি তারা।

  • আর কলকাতা পুরভোটে বিজেপির ফল ২০১৫-র থেকেও খারাপ হয়েছে।

  • এই প্রেক্ষাপটে এবার রাজ্য বিজেপিতে বড়সড় পরিবর্তন করা হল।