সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: করোনা সংক্রমণ  রুখতে দেগঙ্গাতে ১৮ জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত বিধি নিষেধ ঘোষণা করা হল। উত্তর ২৪ পরগণা জেলাতে করোনার গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোভিড যেভাবে থাবা বসিয়েছে সেখানে সংক্রমণের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। পাশাপাশি জেলার দেগঙ্গা ব্লকে করোনা সংক্রমণের হার শতাধিক ছড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে দেগঙ্গার ১৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, সমস্ত বাজার কমিটি নিয়ে দেগঙ্গা বিডিও অফিসে বৈঠক করেন বিডিও সুব্রত মল্লিক এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, আইসি অজয় কুমার সিংহ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ একে এম ফারহাদ।


এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ বন্ধ থাকবে দেগঙ্গা সমস্ত দোকান হাট বাজার। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানান করোনা সংক্রমণের হার কমাতে এই বিধি নিষেধ  ঘোষণা করা হয়েছে। অর্থাৎ প্রথম সপ্তাহে মঙ্গল বুধ ও শুক্রবার। দ্বিতীয় সপ্তাহে শনিবার রবিবার। তৃতীয় সপ্তাহে রবিবার বুধবার। চতুর্থ সপ্তাহে শনিবার দেগঙ্গার সমস্ত দোকান হাট বাজার বন্ধ থাকবে। আগামী ১৮, ২১, ২৪, ২৭, ৩০ জানুয়ারি এবং ২ ও ১২ ই ফেব্রুয়ারি এই সাতদিন দেগঙ্গা সব বাজার ও হাট সম্পূর্ণ বন্ধ  ঘোষণা করা হয়েছে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা পরিষদের সদস্যা উষা দাস, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তুষার কান্তি দাস সহ প্রশাসনিক আধিকারিকরা।


এদিকে, তৃতীয় ঢেউয়ের (Third Wave) ধাক্কায় দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্ত বেড়ে পৌনে ৩ লক্ষ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩। অর্থাৎ গতকালের তুলনায় আজ ২ হাজার ৩৬৯ জন বেশি আক্রান্ত। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন।


আরও পড়ুনঃ মাঘের শুরুতে ফের পারদ পতন, আজ উত্তর ২৪ পরগণার তাপমাত্রা কত?