আবির দত্ত, কলকাতা: সিঁথিতে সরকারি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, গরমের জন্য ফ্ল্যাটের মালিক ও তাঁর স্ত্রী ঘর লাগোয়া বারান্দার দরজা খুলে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে ভোররাতে চুরির ঘটনা ঘটে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। 


প্যাচপ্যাচে গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী (Southbengal)। আর সেই সুযোগই নিল সুযোগসন্ধানী চোর। সিঁথি (Sinthi) এলাকার এক ফ্ল্যাটের বাসিন্দা দম্পতির দাবি, গরমে ঘর সংলগ্ন বারান্দার দরজা খোলা রেখে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, সেই বারান্দা দিয়েই ঘরে ঢুকে গয়না, নগদ হাতিয়ে চম্পট দেয় নিশি কুটুম্ব। শনিবার ভোররাতে সিঁথি থানা (Sinthi Police Station) এলাকার এই সরকারি আবাসনে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার রাতে তিনতলার ফ্ল্যাটে ছিলেন জয়দীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী তৃষা মুখোপাধ্যায়। 


প্রচণ্ড গরমে রাতে ঘর লাগোয়া রেলিং ঘেরা বারান্দার দরজা খুলে ঘুমোতে যান। দম্পতি ভাবতেও পারেননি, তিনতলার বারান্দায় উঠে কেউ চুরি করতে পারে। দম্পতির দাবি, ভোররাতে তিনতলার বারান্দায় ওঠে চোর । বারান্দার দরজা খোলা থাকায় সহজেই ঢুকে পড়ে ঘরে, যে খানে দম্পতি ঘুমোচ্ছিলেন ।অভিযোগ, টেবিল থেকে দম্পতির মোবাইল ফোন তুলে নিয়ে আলো জ্বালায় চোর। তারপর টেবিল থেকেই চাবি নিয়ে খুলে ফেলে আলমারি । 


আরও পড়ুন: Online Examination : ফের অনলাইনে পরীক্ষার দাবি, বিক্ষোভ-অবরোধে ধুন্ধুমার কলেজ স্ট্রিটে


দম্পতির দাবি লক্ষাধিক টাকার সোনার গয়না ও কয়েক হাজার টাকা নগদ নিয়ে চোর চম্পট দেয় । অভিযোগ, দম্পতির ঘর থেকে কাপড় নিয়ে তা বারান্দার রেলিংয়ে বেঁধে নীচে নেমে যায় অভিযুক্ত । পরদিন সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ দম্পতির! এই ঘটনায় সিঁথি থানায় দায়ের হয়েছে চুরির অভিযোগ । পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীর খোঁজে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।