উত্তর ২৪ পরগনা: খড়দা কেন্দ্রে তাঁর নাম আগেই ঘোষণা করেছিলেন দলনেত্রী। আজ বিপুল ভোটে জয়ের পর আনুষ্ঠানিক ভাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল থেকেই নেমে পড়ছেন প্রচারে! এবিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'চেতলায় যেদিন কর্মীসভা ছিল, সেদিনই আমার নাম মমতা বন্দ্যােপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন।'


ভবানীপুর থেকে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়ে দিয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে। এবার উপ নির্বাচনে ফের লড়াই। শোভনদেব বলেন, ''নির্বাচন সবসময়ই চ্যালেঞ্জ। আমি খড়দায় মাসখানেক হল যাতায়াত করছি। বিভিন্ন সভায় গিয়েছি। রক্তদান, বস্ত্রদান বিভিন্ন কার্যকলাপে উপস্থিত থেকেছি। কাল থেকেই ফের প্রচার শুরু করে দেব।''


ভবানীপুর-সহ তিন বিধানসভা কেন্দ্রের ভোটেই বিরোধীরা হোয়াইটওয়াশ করে দিয়েছে তৃণমূল। সামনে আরও চার কেন্দ্রের উপনির্বাচন। ভবানীপুর থেকে রেকর্ড ভোটে জয়ের পরই, এবার বাকি কেন্দ্রগুলিরও প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার অন্যতম কোচবিহারের দিনহাটা। খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, দিনহাটায় লড়বেন উদয়ন গুহ, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, গোসাবায় লড়বেন সুব্রত মণ্ডল। 


দিনহাটায় প্রার্থী হবে উদয়ন গুহ। নেত্রী প্রার্থী ঘোষণা করতেই, দিনহাটায় তৃণমূল শিবিরে দেখা গেল উত্‍সবের মেজাজ। দিনহাটার প্রাক্তন বিধায়ক ও আসন্ন উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহর বাড়িতে ভিড় জমালেন বহু কর্মী সমর্থক। চলল আবীর খেলা। উঠল স্লোগান।দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, এতদিন প্রার্থী ঘোষণার অপেক্ষা ছিল। এখন পুরোপুরি প্রচারে নামা হবে। কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন। তবে লড়াই কতটা কঠিন? ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে দিনহাটা বিধানসভা কেন্দ্রে ১৫ হাজার ৫৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি। 


তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই, ব্যবধান অনেকটা কমলেও, ৫৭ ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান উদয়ন গুহ। সাংসদ পদ রেখে দিনহাটার বিধায়ক পদ থেকে নিশীথ প্রামাণিক পদত্যাগ করায়, এই কেন্দ্রে ফের উপনির্বাচন হবে। এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা না করলেও, জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির।