সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের দুষ্কৃতীদের দৌরাত্ম্য। এবার উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) টিটাগড়ে (Titagarh) দুষ্কৃতী দৌরাত্ম্য। পুজোর আগে তোলা চেয়ে ব্যবসায়ীকে (Buisnessman) মারধরের অভিযোগ। দোকান ভাঙচুর। ঘটনায় টিটাগড় থানার পুলিশ একজনকে আটক করেছে। বিটি রোডের কাছে দুষ্কৃতী হামলায় আতঙ্কিত ব্যবসায়ীরা।
তছনছ করে দেওয়া হয়েছে দোকান। ভেঙে চুরে রয়েছে কাচের শো কেস। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাচের টুকরো। পুজোর বাজার যখন জমে উঠছে, তখনই তোলা না দেওয়ায় কাপড়ের দোকানে ভাঙচুরের অভিযোগ উঠলউত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে।
ব্যবসায়ীকেও মারধরের অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, রবিবার রাতে চার দুষ্কৃতী এসে তোলা চায়। প্রতিবাদ করলে লোহার রড দিয়ে হামলা চালায়। পুজোর বাকি আর এক মাস। তার আগে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। ঘটনায় একজনকে আটক করেছে টিটাগড় থানার পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজ চলছে।
হরিদেবপুরে সাট্টার কারবারের খোঁজ মিলেছিল
পুজোর আগে চারিদিকে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়়েই চলেছে। ২ দিন আগে হরিদেবপুরে ফ্ল্যাটের মধ্যে সাট্টার কারবারের খোঁজ মিলেছিল। কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ। ৬ জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ (Haridevpur Police Station)। পুলিশের এফআইআরে নাম রয়েছে শেখ বিনোদ-সহ ৯ জনের। পুলিশ (Police) সূত্রে খবর, হরিদেপুরের ব্যানার্জি পাড়া রোডে ফ্ল্যাটের মধ্যে বছরখানেক ধরে চলছিল সাট্টার কারবার। রাতে ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। উদ্ধার ৮টি মোবাইল ফোন-সহ সাট্টার কারবারের একাধিক নথি ও ৩৭ হাজার টাকা।
শহরে সাট্টার কারবারের পর্দাফাঁস। পুলিশের চোখে ধুলো দিতে ফ্ল্যাটের মধ্যে চলছিল রমরমা সাট্টার কারবার। পুলিশ সূত্রে দাবি, আড়ালে রয়েছে কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদের গ্যাং। গ্রেফতার ৬ অভিযুক্ত। হরিদেবপুরের ব্যানার্জি পাড়া রোডের এই ফ্ল্যাটেই বছর খানেক ধরে ধরে সাট্টার ঠেক চলছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাটে কারবার চালালে কেউ সহজে সন্দেহ করবে না, তাই বেছে নেওয়া হয়েছিল এই জায়গা। এক বছর আগে এই ফ্ল্যাটে সাট্টার কারবার ফেঁদে বসে শেখ বিনোদের দলবল। গোপন সূত্রে খবর পেয়ে ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ৬ অভিযুক্তকে। এই ঘটনায় পুলিশের FIR-এ শেখ বিনোদ সহ নাম রয়েছে ৯ জনের। তবে বিনোদ সহ ৩ জনের খোঁজ পায়নি পুলিশ।