সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন প্রতিবেশী। প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল যুবককে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। 


প্রতিবেশী, বিপদে আপদে যার পাশে দাঁড়ানোর কথা, গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে সেই প্রতিবেশীর হাতেই খুন হতে হল যুবককে! উত্তর ২৪ পরগনার বারাসাতে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল প্রতিবাদী যুবককে!


নিহত অলীপ সাহা (৪২) বারাসাতের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার, রাত ৮টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে অলীপ দেখেন, প্রতিবেশী সুভাষ বিশ্বাস মত্ত অবস্থায় তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করছেন। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে ধারাল অস্ত্র দিয়ে তলপেটে আঘাত করে সুভাষ। 


চিৎকার শুনে স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা অলীপকে মৃত বলে ঘোষণা করেন।  অভিযুক্ত সুভাষ বিশ্বাসকে গ্রেফতার করেছে বারাসাত থানার (Barasat Police Station) পুলিশ।


বিজয়গড়ে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মাথার পিছনে রয়েছে গভীর ক্ষত। খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি পরিবার।  


এক ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে সাতসকালে উত্তেজনা ছড়াল বিজয়গড়ে। শুক্রবার সকালে, কলকাতা পুরসভার ৯৫ নং ওয়ার্ডে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথার পিছনে রয়েছে গভীর ক্ষত উপুড় হয়ে পড়ে দেহ। ব্যক্তির পরনে ছিল শুধুমাত্র একটি হাফপ্যান্ট। পুলিশ সূত্রে খবর, নিহত চিরঞ্জিৎ দত্ত গল্ফগ্রিনের রিজেন্ট কলোনির বাসিন্দা। 


পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন চিরঞ্জিৎ। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছেন বলে ফোনে জানান তিনি। তারপর থেকেই আর ফোন তোলেননি। পুলিশ সূত্রে খবর, দেহের পাশে পড়েছিল গোছা গোছা চুল। যা দেখে সন্দেহ করা হচ্ছে, ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। 


গল্ফগ্রিন থানার পুলিশ দেহ উদ্ধার করে। হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। নির্মীয়মাণ ফ্ল্যাটের কয়েকজন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial