সমীরণ পাল, হাবরা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে খোলা জায়গায় মেলা করার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করায় অস্থায়ী মেলার ব্যবসায়ীরা কিছুটা আশার আলো দেখছেন। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভা এলাকার বাণীপুর লোক উৎসব বন্ধ হওয়ার প্রতিবাদে রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গ ভ্রাম্যমাণ মেলা দোকানদার সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, রাজ্য সরকারের নির্দেশিকা অনুয়ায়ী মেলা করার অনুমতি দিতে হবে।
বাণীপুর লোক উৎসব উত্তর ২৪ পরগনা জেলার একটি ঐতিহ্যবাহী লোক উৎসব ও মেলা। গত কয়েক দশক ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণে। কিন্তু করোনাকালে বন্ধ রয়েছে এই বাণীপুর লোক উৎসব। এ বছর রাজ্যের প্রশাসন যখন অনুমতি দিয়েছে খোলা জায়গায় মেলা করা যাবে, তখন কেন বাণীপুর লোক উৎসব হবে না, এই প্রশ্ন তুলে রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গ ভ্রাম্যমাণ মেলা দোকানদার সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে মেলা বন্ধ থাকার কারণে আর্থিক অনটনে ভুগছেন মেলার সমস্ত সদস্যরাই। বিগত দিনগুলিতে সরকারের যেমন নির্দেশ ছিল ঠিকমতো পালন করে এসেছে পশ্চিমবঙ্গ ভ্রাম্যমাণ মেলা দোকানদার সংগঠন। তবে এ বছর রাজ্য সরকার যখন খোলা জায়গায় মেলা করার অনুমতি দিয়েছে তখন কেন এই মেলা হচ্ছে না?
আজ সকালে বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ উৎসব কমিটির সদস্যদের সঙ্গে দেখা করার জন্য মেলা প্রাঙ্গণে ধর্নায় বসেন পশ্চিমবঙ্গ ভ্রাম্যমাণ মেলা দোকানদার সংগঠনের সদস্যরা। এরপর মেলার মাঠ থেকে একটি মিছিল নিয়ে তাঁরা হাবরা পৌরসভার সামনে গিয়ে অবস্থান শুরু করেন। এরপর একটি প্রতিনিধি দল পৌরসভার মুখ্য প্রশাসক নারায়ণ সাহার সঙ্গে দেখা করেন।
দু’তরফে আলোচনার মাধ্যমে কী করে মেলা করা যায় সে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন হাবরার পৌর প্রশাসক নারায়ন চন্দ্র সাহা।
অন্যদিকে, বিজেপি-র দাবি, বাণীপুর লোক উৎসব করার দাবি সঙ্গত। আন্দোলনের প্রতি সমর্থন আছেও বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
তবে পশ্চিমবঙ্গ ভ্রাম্যমাণ মেলা দোকানদার সংগঠনের সদস্যরা জানায়, মেলা অবিলম্বে করতে হবে না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন।