সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়ির এক এএসআইয়ের বিরুদ্ধে কু প্রস্তাবের অভিযোগ আনলেন এক অস্থায়ী মহিলা হোমগার্ড। বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি।


কর্মস্থলে কু-প্রস্তাব! এক পুলিশ অফিসারের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ অস্থায়ী মহিলা হোমগার্ড। কাঠগড়ায় দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়ির ASI। অস্থায়ী মহিলা হোমগার্ডের অভিযোগ, জুলাই মাস থেকে ওই পুলিশ অফিসার তাঁকে উত্যক্ত করছেন। বারবার ভিডিও কল, হোয়াটসঅ্যাপ মেসেজ করে রীতিমতো বিরক্ত করছেন ওই অফিসার। তার জেরে মানসিক অবসাদে ভুগছেন বলে দাবি করেছেন অভিযোগকারিণী। এই ঘটনায় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অস্থায়ী মহিলা হোমগার্ড। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। 


অস্থায়ী হোমগার্ডকে 'কুপ্রস্তাব' দক্ষিণেশ্বর পুলিশফাঁড়ির ASI-এর, থানায় অভিযোগ, দেখুন ভিডিও


প্রসঙ্গত, গতকালই নামী পরিচালকের নামে ফেসবুকে বন্ধুত্ব গড়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। টিভি সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকার অভিযোগ করেছিলেন, পরিচালক রবি কিনাগীর নামে গতকাল তাঁকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। এরপরই মেসেঞ্জারে নায়িকা হওয়ার টোপ দিয়ে দেওয়া হয় কু-প্রস্তাব। এরপরই অভিনেত্রী স্ক্রিন-শট তুলে তা নিজের প্রোফাইলে শেয়ার করেন। অভিনেত্রীর দাবি, পরে ওই প্রোফাইল খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ওই অ্যাকাউন্ট ভুয়ো। এরপরই ই-মেল করে লালবাজার ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলেঅভিযোগ জানান ছোট পর্দার ওই অভিনেত্রী। পরিচালক রবি কিনাগী জানিয়েছেন, এনিয়ে তিনিও আইনি পদক্ষেপের কথা ভাবছেন। পাশাপাশি, এসব ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের বাড়তি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন পরিচালক।


পাশাপাশি, চলতি মাসের শুরুতে টলিউডের অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। বাপুজিনগরের বাসিন্দা এক অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ওই অভিনেত্রীকে পর্ন ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা যায়। যে ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করেছে যাদবপুর থানার পুলিশ। জানা গিয়েছে, যে ব্যক্তির বিরুদ্ধে ওই কুপ্রস্তাবের অভিযোগ, তিনি ওই অভিনেত্রীর পূর্ব পরিচিত।