সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাবাকে বেঁধে রেখে, মাকে ধারালো বটি দিয়ে খুন করল ছেলে। থানায় অভিযোগ দায়ের বাবার, পলাতক গুণধর ছেলে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আধার মানিক এলাকায়।


জাান গিয়েছে, বছর ৩০,এর রাজু সানা পেশায় গাড়ির চালক। গতকাল বুধবার রাত্রিবেলা রাজু বাড়িতে ফিরলে মা আলপনা সানা-৫৯ তার সঙ্গে পারিবারিক অশান্তিতে জড়িয়ে তর্কাতর্কি হয়। বাবা সুরঞ্জন সানা প্রতিবাদ করলে প্রথমে বাবাকে মারধর করে। তারপরে দড়ি দিয়ে বেঁধে রাখে ঘরের মধ্যে। সবজি কাটার ধারালো বটি ছিল ছেলে সেই বটি দিয়ে মাকে কুপিয়ে খুন করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় বাবা সুরঞ্জন সানা ছেলে রাজু সানার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ছেলে পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাদুড়িয়া থানার পুলিশ। 


পরিবার সূত্রে খবর গত দু'বছর আগে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে রাজু জেল খেটেছিল কয়েমাস। তারপর জেল থেকে জামিন পাওয়ার পর এলাকারই একটি মেয়ের সঙ্গে প্রেম ভালবাসা হয়। সেই নিয়ে পরিবারের উপর বিয়ের জন্য চাপ দেয় । এমনকী মোটা অর্থের দাবি করে বাবা মায়ের কাছে। পরিবারের সঙ্গে তার একটা অশান্তি চলছিল। সেই ঘটনার জেরে বাবা মার সঙ্গে তার অশান্তি বেঁধেছিল তার জন্যই কি মাকে খুন করল ছেলে ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে ? সেটাও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। এর আগেও রাজুর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, আর এবার মাকে খুন করার পর বাবা ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছেলের বিরুদ্ধে।মৃতদেহ ময়নাতদন্তে জন্য বসিরহাট জেলা হাসপাতালে  পাঠানো হয়েছে। 


আরও পড়ুন, RG কর কাণ্ডের প্রতিবাদে নেমে 'আক্রান্ত' মহিলা কাঁথিতে !


সম্প্রতি মা ও শিশুপুত্রকে খুনের (Mother Son Killed In Mallarpur) অভিযোগ উঠেছিল বীরভূমের (Birbhum) মল্লারপুরে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেছিল বিজেপি (BJP)।  সকালে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মা ও শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। পরিবারের অভিযোগ, ভারী কিছু দিয়ে আঘাত করে তাদের খুন করা হয়েছিল। এরপরেই তদন্তে নামে পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।